সিরাজদিখানে সাপ্তাহিক হাটে বিক্রি হচ্ছে দেশি পাখি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সাপ্তাহিক হাটের দিন অবাধে বিক্রি হচ্ছে দেশি পাখি। এই পাখি কেনাবেচা করতে দূর-দূরান্ত থেকে আসছে মানুষ। দেশি পাখি বিক্রি বন্ধে আইন থাকলেও এর প্রয়োগ কিংবা বন বিভাগের নজরদারি চোখে পড়ে কম। এর ফলে সাপ্তাহিক হাটের দিন পানকৌড়ি, বালিহাঁস, তিলা ঘুঘু, ভাত শালিক, টিয়া, বাজ, ডাহুকসহ বিভিন