Ajker Patrika

বিক্রির জন্য বাজারে তোলা হয়েছিল ৩৪ কেজির কচ্ছপ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিক্রির জন্য বাজারে তোলা হয়েছিল ৩৪ কেজির কচ্ছপ 

বরিশালে ৩৪ কেজি ওজনের বিরল আকৃতির কচ্ছপ উদ্ধার করে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করেছে বন বিভাগ। কচ্ছপটিকে অবৈধভাবে বিক্রির জন্য বাজারে নিয়ে আসা হলে গোপনে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে বিক্রেতা পালিয়ে যায়। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাশিপুর বাজার থেকে এটি উদ্ধার করে পুলিশ ও বন বিভাগ। 

এ বিষয়ে উপকূলীয় বনাঞ্চল বরিশালের বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘কচ্ছপটি বিক্রির উদ্দেশ্যে নগরের কাশিপুর বাজারে নিয়ে আসা হয়। স্থানীয়রা প্রাণীটি জব্দ করে পুলিশে খবর দেয়। এ সময় বিক্রেতা পালিয়ে যায়। পরে পুলিশের কাছ থেকে বিষয়টি জানতে পেরে বন বিভাগের কর্মকর্তারা কচ্ছপটি হেফাজতে নেন।’ 

তিনি আরও বলেন, ‘বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কচ্ছপটি রাত সাড়ে ১১টার দিকে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট এলাকায় অবমুক্ত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত