দোকান ভেঙে অর্ধলাখ টাকার আম-তেঁতুলের আচার সাবাড় করল হাতির পাল
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মধুটিলা ইকোপার্কের প্রধান ফটকের সামনে তিনটি দোকানে ভাঙচুর চালিয়েছে ২০-২৫টি বন্য হাতির একটি পাল। এ সময় দোকানে থাকা আম, তেঁতুল, চালতা ও বরইয়ের প্রায় অর্ধলাখ টাকার আচার খেয়ে সাবাড় করেছে পালটি। একই সময় মধুটিলা ইকোপার্কেও তাণ্ডব চালায় হাতির পালটি। গতকাল বৃহস্পতিবা