Ajker Patrika

কাপ্তাইয়ে বুনো হাতির তাণ্ডবে বিএফআইডিসির রেস্টহাউস ভাঙচুর

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৮: ৩৩
কাপ্তাইয়ে বুনো হাতির তাণ্ডবে বিএফআইডিসির রেস্টহাউস ভাঙচুর

রাঙামাটির কাপ্তাই শিল্প এলাকার বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) লাম্বার প্রসেসিং কেন্দ্রের (এলপিসি) রেস্টহাউসে ঢুকে বুনো হাতির দল রান্নাঘরে ব্যাপক ভাঙচুর করেছে। 

আজ সোমবার রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত বুনো হাতির দল এই তাণ্ডব চালায় বলে জানান এলপিসির সহব্যবস্থাপক (হিসাব) বিলাস কুমার বিশ্বাস। 

বিলাস কুমার বলেন, হাতির পালটি রেস্টহাউসের দরজা, জানালা ও রান্নাঘর ব্যাপক ভাঙচুর করে। এ সময় রেস্টহাউসের আনসার সদস্যরা দৌড়ে পালিয়ে এর দোতলায় অবস্থান নেন এবং রেস্টহাউসে অবস্থান করা সবাইকে সচেতন করেন। 

এদিকে হাতির পালটি একই দিন রাতে কাপ্তাই সহব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুলের কলাবাগান খেয়ে সাবাড় করে দেয় বলে জানান এই কর্মকর্তা।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, বনের মধ্যে খাদ্য না থাকায় লোকালয়ে বুনো হাতির দল আসছে। তা ছাড়া এই অঞ্চলে নতুন করে কয়েকটি হাতি বাচ্চা দেওয়ায় খাদ্যের সন্ধানেও হাতিগুলো লোকালয়ে আসছে। 

এ ঘটনায় কাপ্তাই শিল্প এলাকায় বসবাসরত বাসিন্দাদের মধ্যে আতঙ্কিত দেখা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত