Ajker Patrika

পাথরঘাটার বিষখালী নদী থেকে হরিণ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২০: ১৭
পাথরঘাটার বিষখালী নদী থেকে হরিণ উদ্ধার

বরগুনার পাথরঘাটা বিষখালী নদী থেকে একটি জীবিত পাল্লা হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। আজ মঙ্গলবার নদীর হরিণঘাটা ইকোপার্ক এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

পাথরঘাটা বন বিভাগের দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কর্মকর্তা লে. শাকিব মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, বিষখালী নদীতে নিয়মিত টহল অবস্থায় হরিণঘাটা ইকোপার্কসংলগ্ন নদীতে হরিণটিকে সাঁতার কাটতে দেখা যায়। পরে সেখান থেকে উদ্ধার করে বিকেলে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বন বিভাগের কর্মকর্তা জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্ধার হওয়া হরিণটির শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হয়ে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে হরিণটি। হরিণটি পাঁচ ফুট লম্বা এবং ওজন প্রায় দুই মণ হতে পারে।’

বিষখালী নদী থেকে উদ্ধার করা পাল্লা হরিণ।পাথরঘাটা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা প্রাণিসম্পদ অধিদপ্তরে আহত অবস্থায় হরিণটি বন বিভাগের লোকজন নিয়ে আসেন। হরিণটির শরীরের ২০টি সেলাই লেগেছে। হরিণটি সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত