Ajker Patrika

রিসোর্টের জন্য বন কেটে রাস্তা করে দিলেন এমপি

গাজীপুর প্রতিনিধি
রিসোর্টের জন্য বন কেটে রাস্তা করে দিলেন এমপি

রিসোর্টে যাওয়ার জন্য সংরক্ষিত বনের গাছ কেটে রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছিল প্রভাবশালীরা। তবে বাধা দেয় বন বিভাগ, বাঁশের খুঁটি গেড়ে বন্ধ করে দেয় অবৈধ রাস্তা। এবার সেই রাস্তা উদ্ধারে এগিয়ে এলেন স্বয়ং স্থানীয় সংসদ সদস্য। তাঁর উপস্থিতিতেই রাস্তা গড়ে গেল বনখেকোর দল। গতকাল বুধবার গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জের পূর্ব বিটের অধীন টেকপাড়া এলাকায় সংরক্ষিত বনভূমির সরকারি বাগানে এ ঘটনা ঘটে। এতে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠা এমপির নাম ইকবাল হোসেন সবুজ।

স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, রাজেন্দ্রপুর-ফাউগান রোডের টেকপাড়া নামক স্থানে টেকপাড়া পাকা রাস্তা থেকে সুফল রিসোর্ট (গ্রেডি স্টুডিও) পর্যন্ত যাওয়ার জন্য প্রায় এক মাস আগে সংরক্ষিত বনের গাছ কেটে মাটি ও বালু ভরাট শুরু করে স্থানীয় প্রভাবশালীরা। বন বিভাগ এতে বাধা দেয় এবং ওই রাস্তার জায়গায় আকাশমণির চারা রোপণ ও এফডি খুঁটি স্থাপন করে। কিন্তু পরে এসব চারা ও খুঁটি উপড়ে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় বন বিভাগ দুজনের নামে মামলা করে। গতকাল সকালে গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ উপস্থিত থেকে সেই রাস্তা উদ্ধার করে দেন। এ সময় রাজেন্দ্রপুর (পূর্ব) বিট অফিসার কে বি এম ফেরদৌসকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে এমপির বিরুদ্ধে।

রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় একটি কুচক্রী মহল বন বিভাগের জমি জবরদখল করে একটি রিসোর্টের রাস্তা নির্মাণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তা বন্ধ করে সেখানে বনায়ন করি। এরপর বুধবার সকালে স্থানীয় এমপি ফোন করে রাজেন্দ্রপুর পূর্ব বিটের দায়িত্বে থাকা বিট কর্মকর্তাকে হুমকি-ধমকি দেন। এরপর তাঁর লোকজন দিয়ে বন বিভাগের সংরক্ষিত বনায়নের বাগানের বেড়া খুলে দেওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এমপি সবুজ বলেন, ‘গত মঙ্গলবার স্থানীয় ভুক্তভোগী লোকজন আমার কাছে অভিযোগ নিয়ে আসেন। তখন আমি ফোন করে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তাকে জানাই, বুধবার সকালে বিষয়টি সরেজমিনে দেখতে যাব। আমি তাঁকেও উপস্থিত থাকার অনুরোধ করি। কিন্তু আমি আগে জানানোর পরেও রেঞ্জ কর্মকর্তার অফিসে গিয়েও কাউকে পাইনি। অফিসের সামনে আমি ২০ মিনিট অপেক্ষা করে চলে আসি। আমি চলে আসার পর সেখানে স্থানীয় লোকজন কিছু করেছে কি না, এ বিষয়ে জানা নেই। আমাকে কেউ কিছু জানায়নি। আমার উপস্থিতিতে সেখানে কোনো ঘটনা ঘটেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত