ধনীদের দেশত্যাগ ঠেকাতে সংগ্রাম করছে ইউরোপের সরকারগুলো
জলবায়ু নীতি এবং বাজেট নিয়ে একমত হতে না পারলেও ‘এক্সিট ট্যাক্স’ বা ‘প্রস্থান কর’ চালুর ক্ষেত্রে সবুজ সংকেত দেখিয়েছে জার্মানির জোট সরকার। নতুন আইনে, ২০২৫ সালের জানুয়ারি থেকে যদি কেউ ৫ লাখ ইউরোর বেশি বিনিয়োগ ফান্ড নিয়ে দেশ ছাড়তে চান, তাহলে জার্মানিতে অর্জিত মুনাফার ওপর তাঁকে আয়কর দিতে হবে।