অনলাইন ডেস্ক
দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্টের পদ ছাড়তে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইউক্রেনের শান্তির জন্য যদি আমাকে প্রেসিডেন্টের পদ ছাড়তে হয়, তবে আমি প্রস্তুত।’ ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ সম্মেলনে জেলেনস্কি আরও বলেন, ‘আমার চেয়ার ছেড়ে দেওয়ার বিনিময়ে ইউক্রেন যদি ন্যাটো সদস্যপদ পায়, তবে সেটাও আমি মেনে নেব।’
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনবিহীন একনায়ক’ বলে তিরস্কার করেছেন। অনেকেই বলছেন, ট্রাম্পের সমালোচনার পরই জেলেনস্কি এই মন্তব্য করলেন।
উল্লেখ্য, ইউক্রেনে সামরিক আইন জারি থাকার কারণে নির্বাচন নিষিদ্ধ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পরেই সামরিক আইন জারি করা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের বেশির ভাগ জনগণ নির্বাচনের বিপক্ষে।
এদিকে আগামীকাল সোমবার ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে। ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বনেতাদের এই সফরকে ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছেন জেলেনস্কি।
কিয়েভে অনুষ্ঠিতব্য এই বৈঠকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেনও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের সাহায্য চেয়ে বলেছেন, ‘আমাদের সহযোগিতা দরকার, আমাদের সহায়তা দরকার, তবে আমরা স্বাধীনতা ও মর্যাদা হারাতে পারি না।’
নিরাপত্তা নিশ্চয়তা এবং ইউক্রেনের ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনার জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, এই বৈঠকে শুধু আসন্ন বছরগুলোর জন্য নয়, বরং আসন্ন কয়েক সপ্তাহের জন্যও কৌশল নির্ধারণ করা হবে।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রাশিয়ার ইউক্রেন আক্রমণের তৃতীয় বার্ষিকীতে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও এই সপ্তাহে ইউক্রেন সফর করবেন বলে জানা গেছে।
মাখোঁ বলেন, ‘আমি সেখানে যাচ্ছি এই বার্তা দিতে যে ফরাসি ও ইউরোপীয়দের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। রাশিয়া অত্যন্ত সশস্ত্র এবং তারা আরও শক্তিশালী হয়ে উঠছে; যা আমাদের জন্য উদ্বেগজনক।’
দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্টের পদ ছাড়তে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইউক্রেনের শান্তির জন্য যদি আমাকে প্রেসিডেন্টের পদ ছাড়তে হয়, তবে আমি প্রস্তুত।’ ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ সম্মেলনে জেলেনস্কি আরও বলেন, ‘আমার চেয়ার ছেড়ে দেওয়ার বিনিময়ে ইউক্রেন যদি ন্যাটো সদস্যপদ পায়, তবে সেটাও আমি মেনে নেব।’
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনবিহীন একনায়ক’ বলে তিরস্কার করেছেন। অনেকেই বলছেন, ট্রাম্পের সমালোচনার পরই জেলেনস্কি এই মন্তব্য করলেন।
উল্লেখ্য, ইউক্রেনে সামরিক আইন জারি থাকার কারণে নির্বাচন নিষিদ্ধ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পরেই সামরিক আইন জারি করা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের বেশির ভাগ জনগণ নির্বাচনের বিপক্ষে।
এদিকে আগামীকাল সোমবার ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে। ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বনেতাদের এই সফরকে ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছেন জেলেনস্কি।
কিয়েভে অনুষ্ঠিতব্য এই বৈঠকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেনও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের সাহায্য চেয়ে বলেছেন, ‘আমাদের সহযোগিতা দরকার, আমাদের সহায়তা দরকার, তবে আমরা স্বাধীনতা ও মর্যাদা হারাতে পারি না।’
নিরাপত্তা নিশ্চয়তা এবং ইউক্রেনের ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনার জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, এই বৈঠকে শুধু আসন্ন বছরগুলোর জন্য নয়, বরং আসন্ন কয়েক সপ্তাহের জন্যও কৌশল নির্ধারণ করা হবে।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রাশিয়ার ইউক্রেন আক্রমণের তৃতীয় বার্ষিকীতে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও এই সপ্তাহে ইউক্রেন সফর করবেন বলে জানা গেছে।
মাখোঁ বলেন, ‘আমি সেখানে যাচ্ছি এই বার্তা দিতে যে ফরাসি ও ইউরোপীয়দের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। রাশিয়া অত্যন্ত সশস্ত্র এবং তারা আরও শক্তিশালী হয়ে উঠছে; যা আমাদের জন্য উদ্বেগজনক।’
বোয়িং ৭৮৩ ড্রিমলাইনার গতকাল (২২ ফেব্রুয়ারি) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। কাস্পিয়ান সাগর পার হওয়ার পর বোমা হামলার হুমকি আসে। এরপর ফ্লাইটটি ইউরোপের দিকে ফিরে যায়।
৫ ঘণ্টা আগেইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত জানিয়েছেন, গতকাল শনিবার একসঙ্গে রেকর্ড ২৬৭টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে প্রায় ১৩৮টি ভূপাতিত করা হয়েছে এবং ১১৯টি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ রয়েছে। তবে রাশিয়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার ফলে পাঁচটি অঞ্চলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে চতুর্থ দফায় আরও ১২ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের নিয়ে অবতরণ করেছে একটি মার্কিন সামরিক বিমান।
৭ ঘণ্টা আগেমহাকুম্ভের পুণ্যস্নানে এসে ভয়ংকর পরিণতির শিকার হয়েছেন দিল্লির এক নারী। পুণ্যস্নানের কথা বলে ওই নারীকে নিয়ে এসেছিলেন তাঁর স্বামী। কিন্তু এক দিন পর হোটেলের বাথরুমে পাওয়া গেছে ওই নারীর গলাকাটা রক্তাক্ত লাশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের ঝুঁসি এলাকায়। তবে স্ত্রীকে হত্যা করে পালানোর ৪৮ ঘ
৯ ঘণ্টা আগে