এই পায়ের ছাপ, কবর ও জামা কি আদম (আ.)–এর
একটি বিশালাকৃতির পায়ের ছাপ, কবর ও জামার কোলাজ ছবি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, পায়ের ছাপ, কবর ও জামাগুলো হযরত আদম (আ.)– এর। গত সোমবার (৪ ডিসেম্বর) এমডি রাজীব খা নামের একটি ফেসবুক পেজে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটিতে আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৮ হাজার প্রতিক্রিয়া