ফ্যাক্টচেক ডেস্ক
দড়ি দিয়ে বাঁধা দুটি পাথরের ভিডিও প্রচার করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, পাথর দুটি হজরত মুহাম্মদ (সা.) বেঁধেছিলেন। এরপর ১ হাজার ৪০০ বছর ধরে পাথরগুলো ঝুলে আছে। ফেসবুকে এমন এক ভিডিও আজ শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ৩টা পর্যন্ত প্রায় ৫ হাজার বার শেয়ার হয়েছে। এতে রিয়েক্ট পড়েছে ১ হাজার ২০০। ভিডিওটি দেখা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার বার। এতে প্রায় ১৫০ মন্তব্য পড়েছে। এসব মন্তব্যে নেটিজেনদের ধর্মীয় প্রশংসাসূচক বাক্য লিখতে দেখা যায়।
ভিডিওটি দেখুন এখানে।
একই ভিডিও টিকটকেও প্রচার হতে দেখা যায়। টিকটকে এমন এক ভিডিও ২ লাখ ৭৯ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে।
টিকটকে প্রচারিত আরও একটি ভিডিও দেখুন এখানে।
অনুসন্ধানে দেখা যায়, ১ হাজার ৪০০ বছর ধরে ঝুলে থাকার দাবিতে প্রচারিত ভিডিওটিতে থাকা পাথর দুটি হজরত মুহাম্মদ (সা.)-এর বাঁধা কোনো পাথর নয়। বরং এটি মিসরের কায়রো বিমানবন্দরে অবস্থিত একটি ভাস্কর্য।
রিভার্স ইমেজ অনুসন্ধানে স্টক ফটোর ওয়েবসাইট অ্যালামিতে ২০০৯ সালের ২৭ জুলাইয়ে প্রচারিত এক ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটির সঙ্গে ১ হাজার ৪০০ বছর ধরে ঝুলে থাকার দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, এটি মিসরের কায়রো বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে অবস্থিত ট্রম্পে ল’য়েল ভাস্কর্য। যা ২০০৮ সালে স্থাপন করা হয়। ভাস্কর্যটির ভাস্করের নাম শাবান মোহাম্মদ আব্বাস।
বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগের ২০১৯ সালের ১৪ আগস্টে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তা থেকেও নিশ্চিত হওয়া যায়, ১ হাজার ৪০০ বছর ধরে ঝুলে থাকার দাবিতে প্রচারিত ভিডিওতে দৃশ্যমান পাথর দুটি মূলত ভাস্কর্য, যা ২০০৮ সালে নির্মাণ করেন শাবান মোহাম্মদ আব্বাস নামে একজন ভাস্কর। তিনি ২০১০ সালের ১৭ নভেম্বর ৪১ বছর বয়সে মারা গেছেন।
মিসরের চারুকলা-সম্পর্কিত সরকারি ওয়েবসাইটে তাঁকে নিয়ে বলা হয়েছে, কায়রোর গেজিরা আর্ট সেন্টারের গার্ডেন মিউজিয়াম, কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মডার্ন ইজিপশিয়ান আর্ট মিউজিয়ামসহ দেশটির বিভিন্ন জাদুঘরে শাবান মোহাম্মদ আব্বাসের শিল্পকর্ম স্থান পেয়েছে।
সিদ্ধান্ত
ইন্টারনেটে দড়ি দিয়ে বাঁধা দুটি পাথরের ভিডিও দীর্ঘদিন ধরে প্রচার করে দাবি করা হচ্ছে, পাথর দুটি হজরত মুহাম্মদ (সা.) বেঁধে রেখেছিলেন। এরপর ১ হাজার ৪০০ বছর ধরে পাথরগুলো ঝুলে আছে। তবে অনুসন্ধানে দেখা যায়, পাথর দুটি মূলত ২০০৮ সালে নির্মিত একটি ভাস্কর্য।
দড়ি দিয়ে বাঁধা দুটি পাথরের ভিডিও প্রচার করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, পাথর দুটি হজরত মুহাম্মদ (সা.) বেঁধেছিলেন। এরপর ১ হাজার ৪০০ বছর ধরে পাথরগুলো ঝুলে আছে। ফেসবুকে এমন এক ভিডিও আজ শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ৩টা পর্যন্ত প্রায় ৫ হাজার বার শেয়ার হয়েছে। এতে রিয়েক্ট পড়েছে ১ হাজার ২০০। ভিডিওটি দেখা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার বার। এতে প্রায় ১৫০ মন্তব্য পড়েছে। এসব মন্তব্যে নেটিজেনদের ধর্মীয় প্রশংসাসূচক বাক্য লিখতে দেখা যায়।
ভিডিওটি দেখুন এখানে।
একই ভিডিও টিকটকেও প্রচার হতে দেখা যায়। টিকটকে এমন এক ভিডিও ২ লাখ ৭৯ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে।
টিকটকে প্রচারিত আরও একটি ভিডিও দেখুন এখানে।
অনুসন্ধানে দেখা যায়, ১ হাজার ৪০০ বছর ধরে ঝুলে থাকার দাবিতে প্রচারিত ভিডিওটিতে থাকা পাথর দুটি হজরত মুহাম্মদ (সা.)-এর বাঁধা কোনো পাথর নয়। বরং এটি মিসরের কায়রো বিমানবন্দরে অবস্থিত একটি ভাস্কর্য।
রিভার্স ইমেজ অনুসন্ধানে স্টক ফটোর ওয়েবসাইট অ্যালামিতে ২০০৯ সালের ২৭ জুলাইয়ে প্রচারিত এক ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটির সঙ্গে ১ হাজার ৪০০ বছর ধরে ঝুলে থাকার দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, এটি মিসরের কায়রো বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে অবস্থিত ট্রম্পে ল’য়েল ভাস্কর্য। যা ২০০৮ সালে স্থাপন করা হয়। ভাস্কর্যটির ভাস্করের নাম শাবান মোহাম্মদ আব্বাস।
বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগের ২০১৯ সালের ১৪ আগস্টে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তা থেকেও নিশ্চিত হওয়া যায়, ১ হাজার ৪০০ বছর ধরে ঝুলে থাকার দাবিতে প্রচারিত ভিডিওতে দৃশ্যমান পাথর দুটি মূলত ভাস্কর্য, যা ২০০৮ সালে নির্মাণ করেন শাবান মোহাম্মদ আব্বাস নামে একজন ভাস্কর। তিনি ২০১০ সালের ১৭ নভেম্বর ৪১ বছর বয়সে মারা গেছেন।
মিসরের চারুকলা-সম্পর্কিত সরকারি ওয়েবসাইটে তাঁকে নিয়ে বলা হয়েছে, কায়রোর গেজিরা আর্ট সেন্টারের গার্ডেন মিউজিয়াম, কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মডার্ন ইজিপশিয়ান আর্ট মিউজিয়ামসহ দেশটির বিভিন্ন জাদুঘরে শাবান মোহাম্মদ আব্বাসের শিল্পকর্ম স্থান পেয়েছে।
সিদ্ধান্ত
ইন্টারনেটে দড়ি দিয়ে বাঁধা দুটি পাথরের ভিডিও দীর্ঘদিন ধরে প্রচার করে দাবি করা হচ্ছে, পাথর দুটি হজরত মুহাম্মদ (সা.) বেঁধে রেখেছিলেন। এরপর ১ হাজার ৪০০ বছর ধরে পাথরগুলো ঝুলে আছে। তবে অনুসন্ধানে দেখা যায়, পাথর দুটি মূলত ২০০৮ সালে নির্মিত একটি ভাস্কর্য।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১০ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৩ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫