বাজপাখি ৪০ বছর বয়সে নখ–ঠোঁট–পালক বদলে নতুন যৌবন পায়, সত্যি তাই!
বাজপাখি প্রায় ৭০ বছর বাঁচে। কিন্তু মাত্র ৪০ বছর পার করার পরেই বাজপাখিকে বাঁচার জন্য কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়। ওই সময় পাখিটির শরীরের তিনটি প্রধান অঙ্গ, থাবা (পায়ের নখ) লম্বা ও নরম হয়ে যায়, ফলে শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠোঁট সামনের দিকে ঝুঁকে যায়। ফলে খাবার খুটে বা ছিঁড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে