StopNCII কি ইন্টারনেট থেকে আপত্তিকর ছবি সরিয়ে নিতে পারে
সম্প্রতি ফেসবুকে StopNCII নামে একটি ওয়েবসাইটের পরিচয় করিয়ে দিয়ে বলা হচ্ছে, ‘যদি কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা ফটোশপ দিয়ে কারও ছবি এডিট করে ন্যুড ছবি তৈরি করে, তাহলে StopNCII ওয়েবসাইটে গিয়ে আসল ছবি ও এডিটেড ছবি জমা দিতে হবে। পরে ওয়েবসাইটটি ইন্টারনেটের যত জায়গায় এই এডিটেড ছবি আছে তা সরিয়ে দিব