নিজের জন্য ৩০ কোটি ডলার মূল্যের প্রমোদতরি কিনেছেন মেটা প্ল্যাটফর্মের সিইও ও বিলিয়নিয়ার মার্ক জাকারবার্গ। লঞ্চপ্যাড নামের ২৮৭ ফুট লম্বা এ প্রমোদতরিটি কয়েক দিন আগেই আমেরিকা এসে পৌঁছেছে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম দ্য সান ও নিউইয়র্ক পোস্ট।
প্রমোদতরিটির বিষয়ে মেটা প্ল্যাটফর্মস ও জাকারবার্গের মুখপাত্রের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি জাহাজটি এর প্রথম আনুষ্ঠানিক যাত্রা সম্পন্ন করেছে। ছবিতে গাঢ় নীল রঙের লঞ্চপ্যাডে একাধিক ডেক দেখা যায়।
প্রমোদতরিটির ওজন পাঁচ হাজার টন হতে পারে বলে অনুমান করছে সুপারইয়াট টাইমস। এটি ২৪ নট গতিতে চলতে পারে বলে জানা গেছে। নেদারল্যান্ডসের সুপরিচিত প্রমোদতরি নির্মাতা ফেডশিপ এই সুপারইয়ট তৈরি করেছে।
বোট ইন্টারন্যাশনালের মতে, বর্তমানে ১০০ মিটারের বেশি দীর্ঘ মাত্র ৭০টি মোটর ইয়ট রয়েছে। অন্য প্রমোদতরিগুলোর কয়েকটি অন্যান্য বিলিয়নিয়ারের কাছে আছে বলে ধারণা করা হয়।
দ্য সানের প্রতিবেদন অনুসারে, ১১৮ মিটার দীর্ঘ এই লঞ্চপ্যাডটি কিনতে ৯ অঙ্কের অর্থ খরচ করেছেন জাকারবার্গ। তবে নিজের জন্য এমন ব্যয়বহুল উপহার কিনতে যথেষ্ট পরিমাণে সম্পদের পাহাড়ও তৈরি করেছেন তিনি। ফোর্বস বলছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্তও জাকারবার্গের সম্পদের মোট মূল্য ছিল ১৭ হাজার ৮০০ কোটি।
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের করপোরেট প্যারেন্ট মেটা প্ল্যাটফর্ম রয়েছে তাঁর। প্রায় ২০ বছর আগে তিনি ফেসবুক প্রতিষ্ঠা করেন। গত ফেব্রুয়ারিতে তিনি ফেসবুকে লেখেন, ‘২০ বছর আগে আমি একটি জিনিস তৈরি করেছিলাম। এ পথচলায় অনেকে আমাদের সঙ্গে জড়িত হয়েছিল এবং একসঙ্গে আমরা আরও অনেক অসাধারণ জিনিস তৈরি করেছি। আমরা এখনো কাজ করে যাচ্ছি এবং আমাদের সেরাটা দেওয়া এখনো বাকি।’
কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেটাভার্সকে মেটা প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি ফোকাস হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
নিজের জন্য ৩০ কোটি ডলার মূল্যের প্রমোদতরি কিনেছেন মেটা প্ল্যাটফর্মের সিইও ও বিলিয়নিয়ার মার্ক জাকারবার্গ। লঞ্চপ্যাড নামের ২৮৭ ফুট লম্বা এ প্রমোদতরিটি কয়েক দিন আগেই আমেরিকা এসে পৌঁছেছে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম দ্য সান ও নিউইয়র্ক পোস্ট।
প্রমোদতরিটির বিষয়ে মেটা প্ল্যাটফর্মস ও জাকারবার্গের মুখপাত্রের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি জাহাজটি এর প্রথম আনুষ্ঠানিক যাত্রা সম্পন্ন করেছে। ছবিতে গাঢ় নীল রঙের লঞ্চপ্যাডে একাধিক ডেক দেখা যায়।
প্রমোদতরিটির ওজন পাঁচ হাজার টন হতে পারে বলে অনুমান করছে সুপারইয়াট টাইমস। এটি ২৪ নট গতিতে চলতে পারে বলে জানা গেছে। নেদারল্যান্ডসের সুপরিচিত প্রমোদতরি নির্মাতা ফেডশিপ এই সুপারইয়ট তৈরি করেছে।
বোট ইন্টারন্যাশনালের মতে, বর্তমানে ১০০ মিটারের বেশি দীর্ঘ মাত্র ৭০টি মোটর ইয়ট রয়েছে। অন্য প্রমোদতরিগুলোর কয়েকটি অন্যান্য বিলিয়নিয়ারের কাছে আছে বলে ধারণা করা হয়।
দ্য সানের প্রতিবেদন অনুসারে, ১১৮ মিটার দীর্ঘ এই লঞ্চপ্যাডটি কিনতে ৯ অঙ্কের অর্থ খরচ করেছেন জাকারবার্গ। তবে নিজের জন্য এমন ব্যয়বহুল উপহার কিনতে যথেষ্ট পরিমাণে সম্পদের পাহাড়ও তৈরি করেছেন তিনি। ফোর্বস বলছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্তও জাকারবার্গের সম্পদের মোট মূল্য ছিল ১৭ হাজার ৮০০ কোটি।
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের করপোরেট প্যারেন্ট মেটা প্ল্যাটফর্ম রয়েছে তাঁর। প্রায় ২০ বছর আগে তিনি ফেসবুক প্রতিষ্ঠা করেন। গত ফেব্রুয়ারিতে তিনি ফেসবুকে লেখেন, ‘২০ বছর আগে আমি একটি জিনিস তৈরি করেছিলাম। এ পথচলায় অনেকে আমাদের সঙ্গে জড়িত হয়েছিল এবং একসঙ্গে আমরা আরও অনেক অসাধারণ জিনিস তৈরি করেছি। আমরা এখনো কাজ করে যাচ্ছি এবং আমাদের সেরাটা দেওয়া এখনো বাকি।’
কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেটাভার্সকে মেটা প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি ফোকাস হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
সময়টা বর্ষাকাল হলেও গরম পড়ে বেশ ভালোই। এই গরমে অনেকের মাথার ত্বক ঘামে। যাঁদের চুল লম্বা, তাঁদের চুলে ঘাম জমে যায়। এ কারণে দুর্গন্ধের সমস্যা হয়। এর সহজ সমাধান হিসেবে প্রতিদিন চুল শ্যাম্পু করে অনেকে। কিন্তু প্রশ্ন হলো, রোজ কি চুলে শ্যাম্পু করা উচিত? তা ছাড়া যে নিয়মে শ্যাম্পু করা হচ্ছে, সেটা কি সঠিক?
৮ মিনিট আগেগাজরের রস গুরুত্বপূর্ণ ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি স্বাস্থ্যের জন্য নানা উপকার বয়ে আনে। যেমন চোখের স্বাস্থ্যের উন্নতি, ক্যানসার প্রতিরোধে সহায়তা এবং লিভারের সুরক্ষা।
২ ঘণ্টা আগেঅতিরিক্ত চিনি খাওয়া ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, হৃদ্রোগ ও দাঁতের সমস্যার মতো নানান রোগ তৈরি করতে পারে। তাই চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। মনে রাখা দরকার, সব ধরনের চিনি শরীরের জন্য সমান ক্ষতিকর নয়।
১৪ ঘণ্টা আগেবিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও এক ধাপ পিছিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, এশীয় দেশগুলোর দাপট বজায় রেখে তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। লন্ডনভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত এ বছরের ‘হেনলি পাসপোর্ট ইন্ডেক্স’-এ এই চিত্র উঠে এসেছে।
১৬ ঘণ্টা আগে