নিজের জন্য ৩০ কোটি ডলার মূল্যের প্রমোদতরি কিনেছেন মেটা প্ল্যাটফর্মের সিইও ও বিলিয়নিয়ার মার্ক জাকারবার্গ। লঞ্চপ্যাড নামের ২৮৭ ফুট লম্বা এ প্রমোদতরিটি কয়েক দিন আগেই আমেরিকা এসে পৌঁছেছে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম দ্য সান ও নিউইয়র্ক পোস্ট।
প্রমোদতরিটির বিষয়ে মেটা প্ল্যাটফর্মস ও জাকারবার্গের মুখপাত্রের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি জাহাজটি এর প্রথম আনুষ্ঠানিক যাত্রা সম্পন্ন করেছে। ছবিতে গাঢ় নীল রঙের লঞ্চপ্যাডে একাধিক ডেক দেখা যায়।
প্রমোদতরিটির ওজন পাঁচ হাজার টন হতে পারে বলে অনুমান করছে সুপারইয়াট টাইমস। এটি ২৪ নট গতিতে চলতে পারে বলে জানা গেছে। নেদারল্যান্ডসের সুপরিচিত প্রমোদতরি নির্মাতা ফেডশিপ এই সুপারইয়ট তৈরি করেছে।
বোট ইন্টারন্যাশনালের মতে, বর্তমানে ১০০ মিটারের বেশি দীর্ঘ মাত্র ৭০টি মোটর ইয়ট রয়েছে। অন্য প্রমোদতরিগুলোর কয়েকটি অন্যান্য বিলিয়নিয়ারের কাছে আছে বলে ধারণা করা হয়।
দ্য সানের প্রতিবেদন অনুসারে, ১১৮ মিটার দীর্ঘ এই লঞ্চপ্যাডটি কিনতে ৯ অঙ্কের অর্থ খরচ করেছেন জাকারবার্গ। তবে নিজের জন্য এমন ব্যয়বহুল উপহার কিনতে যথেষ্ট পরিমাণে সম্পদের পাহাড়ও তৈরি করেছেন তিনি। ফোর্বস বলছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্তও জাকারবার্গের সম্পদের মোট মূল্য ছিল ১৭ হাজার ৮০০ কোটি।
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের করপোরেট প্যারেন্ট মেটা প্ল্যাটফর্ম রয়েছে তাঁর। প্রায় ২০ বছর আগে তিনি ফেসবুক প্রতিষ্ঠা করেন। গত ফেব্রুয়ারিতে তিনি ফেসবুকে লেখেন, ‘২০ বছর আগে আমি একটি জিনিস তৈরি করেছিলাম। এ পথচলায় অনেকে আমাদের সঙ্গে জড়িত হয়েছিল এবং একসঙ্গে আমরা আরও অনেক অসাধারণ জিনিস তৈরি করেছি। আমরা এখনো কাজ করে যাচ্ছি এবং আমাদের সেরাটা দেওয়া এখনো বাকি।’
কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেটাভার্সকে মেটা প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি ফোকাস হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
নিজের জন্য ৩০ কোটি ডলার মূল্যের প্রমোদতরি কিনেছেন মেটা প্ল্যাটফর্মের সিইও ও বিলিয়নিয়ার মার্ক জাকারবার্গ। লঞ্চপ্যাড নামের ২৮৭ ফুট লম্বা এ প্রমোদতরিটি কয়েক দিন আগেই আমেরিকা এসে পৌঁছেছে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম দ্য সান ও নিউইয়র্ক পোস্ট।
প্রমোদতরিটির বিষয়ে মেটা প্ল্যাটফর্মস ও জাকারবার্গের মুখপাত্রের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি জাহাজটি এর প্রথম আনুষ্ঠানিক যাত্রা সম্পন্ন করেছে। ছবিতে গাঢ় নীল রঙের লঞ্চপ্যাডে একাধিক ডেক দেখা যায়।
প্রমোদতরিটির ওজন পাঁচ হাজার টন হতে পারে বলে অনুমান করছে সুপারইয়াট টাইমস। এটি ২৪ নট গতিতে চলতে পারে বলে জানা গেছে। নেদারল্যান্ডসের সুপরিচিত প্রমোদতরি নির্মাতা ফেডশিপ এই সুপারইয়ট তৈরি করেছে।
বোট ইন্টারন্যাশনালের মতে, বর্তমানে ১০০ মিটারের বেশি দীর্ঘ মাত্র ৭০টি মোটর ইয়ট রয়েছে। অন্য প্রমোদতরিগুলোর কয়েকটি অন্যান্য বিলিয়নিয়ারের কাছে আছে বলে ধারণা করা হয়।
দ্য সানের প্রতিবেদন অনুসারে, ১১৮ মিটার দীর্ঘ এই লঞ্চপ্যাডটি কিনতে ৯ অঙ্কের অর্থ খরচ করেছেন জাকারবার্গ। তবে নিজের জন্য এমন ব্যয়বহুল উপহার কিনতে যথেষ্ট পরিমাণে সম্পদের পাহাড়ও তৈরি করেছেন তিনি। ফোর্বস বলছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্তও জাকারবার্গের সম্পদের মোট মূল্য ছিল ১৭ হাজার ৮০০ কোটি।
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের করপোরেট প্যারেন্ট মেটা প্ল্যাটফর্ম রয়েছে তাঁর। প্রায় ২০ বছর আগে তিনি ফেসবুক প্রতিষ্ঠা করেন। গত ফেব্রুয়ারিতে তিনি ফেসবুকে লেখেন, ‘২০ বছর আগে আমি একটি জিনিস তৈরি করেছিলাম। এ পথচলায় অনেকে আমাদের সঙ্গে জড়িত হয়েছিল এবং একসঙ্গে আমরা আরও অনেক অসাধারণ জিনিস তৈরি করেছি। আমরা এখনো কাজ করে যাচ্ছি এবং আমাদের সেরাটা দেওয়া এখনো বাকি।’
কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেটাভার্সকে মেটা প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি ফোকাস হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
১ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগে