লা লিগার ভাগ্য কি গড়ে দেবে এল ক্লাসিকো
তিন পয়েন্টের ব্যবধান ধরে রেখে লা লিগায় এগিয়ে চলেছে বার্সেলোনা। পেছনে পেছনে রিয়াল মাদ্রিদ। আগের দিন ম্যাচ জিতে রিয়াল পয়েন্টে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে তো, পরের দিন বার্সেলোনা জিতে আবার বাড়িয়ে নিচ্ছে ব্যবধানে। তো দুই দলের এভাবে পিঠোপিঠি চলার শেষ কোথায়? শিরোপা ভাগ্য কী তাহলে নির্ধারিত হবে এল ক্লাসিকোয়?