Ajker Patrika

নেইমার স্বাক্ষরিত বল চুরির অপরাধে ব্রাজিলিয়ান ভক্তকে কড়া শাস্তি

ক্রীড়া ডেস্ক    
নেইমার স্বাক্ষরিত বল চুরির অপরাধে এক ভক্তকে কড়া শাস্তি দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত
নেইমার স্বাক্ষরিত বল চুরির অপরাধে এক ভক্তকে কড়া শাস্তি দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

মাঠের ফুটবল থেকে বাইরে থাকলেও নেইমার প্রায়ই থাকেন আলোচনায়। কখনো কখনো তাঁর পুরোনো ঘটনাও সামনে চলে আসে মুহূর্তেই। এবার দুই বছর আগে তাঁর স্বাক্ষরিত বল চুরির ঘটনায় ব্রাজিলের এক ফুটবল ভক্তকে কড়া শাস্তি দিয়েছেন আদালত।

নেলসন রিবেইরো ফন্সেকা জুনিয়র নামে ব্রাজিলের এক ফুটবলভক্তকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম ফেডারেল কোর্ট। সোমবার তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যমে গতকাল নেলসনের শাস্তি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অভ্যুত্থানের চেষ্টা, রাষ্ট্রীয় আইন লঙ্ঘন, সম্পদের ক্ষতিসাধন, চুরি, সশস্ত্র অপরাধ, ঐতিহ্য নষ্ট করা—নেলসনের বিরুদ্ধে ছয় ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। একইসঙ্গে তাঁকে ১৩০ দিনের জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দি মোরায়েস। জরিমানার অঙ্কটা হবে ৬৬ হাজার ব্রাজিলিয়ান রিয়াল। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮০ লাখ ৫০ হাজার টাকা।

নেলসনের বিরুদ্ধে নেইমার স্বাক্ষরিত যে বল চুরির অভিযোগ, সেটি ২০২৩ সালে ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি জাইর বলসোনারো সমর্থকদের দাঙ্গার সময়ের বল। দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষে (চেম্বার অব ডেপুটিস) অবস্থিত জাদুঘরে সংরক্ষিত ছিল। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জাতীয় সংসদ থেকে চুরি হওয়া বলটি ২০ দিন খুঁজেই পাওয়ি যায়নি। নেলসনের আইনজীবীর দাবি, তিনি (নেলসন) এটি সংরক্ষণ করে রেখেছিলেন। অভিযুক্তকে এরপর শহরের ফেডারেল পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল।

২০২২ সালে রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয়ের পর জাইর বলসোনারো বারবারই সেই ফলাফল মানতে অস্বীকার করছিলেন। তাতেই তাঁর সমর্থকেরা হামলা চালায় দেশটির কংগ্রেস, রাষ্ট্রপতি ভবন ও সুপ্রিম কোর্টে। ধ্বংসযজ্ঞে নেলসনও জড়িত ছিলেন বলে জানা গেছে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে।

২০১২ সালের ১০ এপ্রিল সান্তোস ফুটবল ক্লাবের ডেপুটি ও জাতীয় সংসদের নিম্নকক্ষের সাবেক রাষ্ট্রপতি মার্কো মাইয়াকে নিজের স্বাক্ষর সম্বলিত বলটি উপহার দিয়েছিলেন নেইমার। ক্লাবের শতবর্ষ উদযাপনের সময় সেই উপহার নিম্নকক্ষে স্মারক হিসেবে সংরক্ষণ করা ছিল। আর বল চুরির দায়ে অভিযুক্ত নেলসন একটি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল

ফেসবুকে জামায়াতের রাজনীতি নিয়ে মন্তব্য, তোপের মুখে ওসি

‘শিক্ষক’ পেশা দিয়ে নিজের পাসপোর্ট বানান পাসপোর্টের শাহিনুর, চাকরিচ্যুতির আগেই চান অব্যাহতি

চট্টগ্রামে ওসি ও যুবদলের নেতা-কর্মীসহ ২৯ জনের বিরুদ্ধে নির্যাতন ও হত্যা মামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

২০২৬ বিশ্বকাপ মেসি খেলতে চান, কিন্তু...

ক্রীড়া ডেস্ক    
ফিটনেসের ওপর নির্ভর করছে ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা। ছবি: এএফপি
ফিটনেসের ওপর নির্ভর করছে ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা। ছবি: এএফপি

কাতার বিশ্বকাপ জিতে নিজের আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন লিওনেল মেসি। তখন থেকেই ঘুরেফিরে একই প্রশ্ন, পরের বিশ্বকাপে (২০২৬ বিশ্বকাপ) শিরোপা ধরে রাখার অভিযানে থাকবেন তো মেসি? বিশ্বকাপের সময় যতই ঘনিয়ে আসছে, ততই ভক্ত-সমর্থকদের আগ্রহ বাড়ছে এ ব্যাপারে। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড এবার দিলেন রহস্যময় এক তথ্য।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছরের জুন-জুলাইয়ে হতে যাচ্ছে ২৩তম ফুটবল বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার অভিযানে মেসির খেলা নিয়ে কোচ ও সতীর্থরা অনেক আত্মবিশ্বাসী। আগামী বিশ্বকাপে তাঁর বয়স ৩৯ হলেও মেসি তো আর্জেন্টিনা দলের প্রাণভোমড়া। ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না-এটা নিয়ে চারদিকে যখন এত আলোচনা, তখন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি নিউজকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন অনেক কিছুই। মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপে দলের জন্য বড় কিছু করার আশার কথা শুনিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। মেসি বলেন, ‘আসলে বিশ্বকাপে খেলা দারুণ এক ব্যাপার। সেখানে আমি থাকতে চাই। যদি খেলি, তাহলে আর্জেন্টিনার সাফল্যে বড় অবদান রাখতে চাই।’

২০২৩ সালে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে চলে যান লিওনেল মেসি। ক্লাবটির হয়ে ২০২৩ লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড—দুটি মেজর শিরোপা জিতেছেন। যুক্তরাষ্ট্রের পরিবেশের সঙ্গে আড়াই বছরে দারুণভাবে মানিয়ে নিয়েছেন। ৩৮ বছর বয়সেও গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। শুধু তাই নয়, মেসি মাঠে নামলে ভক্ত-সমর্থকদের ভিড় এতই বেড়েছে যে দর্শকসংখ্যাও রেকর্ড হচ্ছে নিয়মিত। যুক্তরাষ্ট্রে ২০২৪ কোপা আমেরিকায় ‘মেসি ১০’ নম্বর জার্সি পরে আর্জেন্টিনার খেলা দেখতে এসেছিলেন অসংখ্য দর্শক।

বয়স যতই সংখ্যা হোক না কেন, অনেক সময় বয়সের ব্যাপারও মাথায় রাখতে হয়। চোটে পড়ায় ইদানীং তাঁর ম্যাচ মিসের ঘটনাও চোখে পড়ছে। অনেক সময় শুরুর একাদশে থাকলেও পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পান না। মেসি জানিয়েছেন, ফিটনেসের ওপর নির্ভর করছে তাঁর ২০২৬ বিশ্বকাপে খেলা। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘ইন্টার মায়ামির জার্সিতে আগামী বছর প্রাক্‌-মৌসুমের প্রস্তুতি শুরু করব। সে সময় নিয়মিত নিজের অবস্থা পর্যালোচনা করে দেখব যে শতভাগ ফিট কি না। আমরা তো আগের বিশ্বকাপ জিতেছি। সেটা আবার ধরে রাখার সুযোগ যদি পাই, তাহলে সেটা হবে অসাধারণ ব্যাপার। মেজর ইভেন্টে জাতীয় দলের হয়ে খেলা সব সময়ই স্বপ্নের মতো।’

এ বছরের ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ভেনেজুয়েলা। সেই ম্যাচটা হয়ে উঠেছিল মেসিময়। কারণ, ম্যাচটি ছিল ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ। ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলতে নেমে বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড। সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ৩-০ গোলে। মেসি করেছিলেন জোড়া গোল। যদিও সাম্প্রতিক সময়ে চোটে পড়ে তাঁকে ম্যাচ মিস করতে দেখা যাচ্ছে। কিন্তু যখনই ফিরছেন, তাঁর প্রত্যাবর্তন হচ্ছে রাজার মতো। ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই আগামী বিশ্বকাপে মেসির ‘শেষ ঝলক’ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল

ফেসবুকে জামায়াতের রাজনীতি নিয়ে মন্তব্য, তোপের মুখে ওসি

‘শিক্ষক’ পেশা দিয়ে নিজের পাসপোর্ট বানান পাসপোর্টের শাহিনুর, চাকরিচ্যুতির আগেই চান অব্যাহতি

চট্টগ্রামে ওসি ও যুবদলের নেতা-কর্মীসহ ২৯ জনের বিরুদ্ধে নির্যাতন ও হত্যা মামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

‘বাংলাদেশের ম্যাচটা অবশ্যই জেতা উচিত ছিল’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১০: ৪৫
ব্যাটারদের দিকেই অভিযোগের আঙুল তুললেন  তানজিম হাসান সাকিব। ছবি: ক্রিকইনফো
ব্যাটারদের দিকেই অভিযোগের আঙুল তুললেন তানজিম হাসান সাকিব। ছবি: ক্রিকইনফো

মিরপুরের কালো মাটির উইকেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ নিয়ে সমালোচনা তো কম হয়নি। ব্যাটারদের রীতিমতো নাভিশ্বাস উঠে গিয়েছিল। তার চেয়ে তুলনামূলক ভালো উইকেটে হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের ব্যাটিং-বান্ধব উইকেটেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন লিটন দাস, শামীম হোসেন পাটোয়ারীরা।

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল আগে ব্যাটিং করে ৩ উইকেটে ১৬৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমান বাস্তবতায় এই রান তাড়া করে জেতা অসম্ভব কিছু নয়। যেখানে খেলা হচ্ছে চট্টগ্রামের ব্যাটিং-বান্ধব উইকেটে। কিন্তু লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ সেটাও পারল না। ১৬ রানে হারের পর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন তানজিম হাসান সাকিব। হার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদাহরণ টানলেন তিনি, ‘বিপিএল যখন খেলতে আসি (চট্টগ্রাম), ১৮০-২০০ রান তাড়া করে অবশ্যই জেতা যায়। বেশির ভাগ ম্যাচেই ১৬০-এর বেশি রান হয় এখানে। ফলে ১৬০ অবশ্যই (১৬৬ রানের লক্ষ্য) তাড়া করে জেতা উচিত ছিল। ব্যাটারদেরও দায়িত্ব নেওয়া উচিত ছিল।’

১৬৬ রান তাড়া করতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পাশাপাশি রান তোলার গতিও কমতে থাকে। ১২ ওভারে ৬ উইকেটে ৭৭ রানে পরিণত হয় বাংলাদেশ। সাইফ হাসান, লিটন, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। হৃদয় ২৮ রান করতে খেলে ফেলেছেন ২৫ বল। হাতে ৪ উইকেট নিয়ে ৮ ওভারে ৮৯ রান তাড়া করা অনেক দূরের পথ ছিল। এরপর হঠাৎ করেই ম্যাচের পাল্লা ভারী হতে থাকে বাংলাদেশের দিকে। সপ্তম উইকেটে ২৩ বলে ৪০ রানের জুটি গড়েন তানজিম সাকিব ও নাসুম আহমেদ। কিন্তু এই জুটি ভাঙতেই অনেকটা ফিকে হয়ে যায় স্বাগতিকদের আশা। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরা শেষের দিকে পেটালেও ১৯.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।

প্রথম সারির ব্যাটাররা দায়িত্ব নিয়ে না খেলায় আক্ষেপ তানজিম সাকিবের। সংবাদ সম্মেলনে বাংলাদেশের তরুণ পেসার বলেন, ‘পাওয়ারপ্লেতে ৪ উইকেট হারিয়ে অনেক পেছনে পড়ে গেছি আমরা। সেখানে ২ উইকেট যদি পড়ত এবং পরের দিকে ব্যাটারদের কেউ থাকলে সহজে রান তাড়া করে জেতা যেত।

শেষ দিকে শিশির পড়ার কারণে বল সহজে ব্যাটে আসছিল। একজন সেট ব্যাটার থাকলে খেলা অনেক সহজ হতো। ২ ওভারে ৩০ রান দরকার ছিল। ব্যাটার থাকলে এই খেলা হাতের নাগালেই থাকে।’

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন দাস গতকাল শেষের দিকে নিজেদের বাজে বোলিংকে দায়ী করেছেন। ১২.২ ওভারে ৩ উইকেটে ৮২ রানে পরিণত হওয়া ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভার শেষে স্কোরবোর্ডে জমা করে ৩ উইকেটে ১৬৫ রান। যেখানে ইনিংসের শেষ ওভারে তানজিম হাসান সাকিবকে তিন ছক্কা মারেন রভম্যান পাওয়েল। ২৮ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে পাওয়ালই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। বাজে বোলিংয়ের পাশাপাশি লিটন কাঠগড়ায় তুলেছেন শামীম হোসেন পাটোয়ারীকে। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে জেসন হোল্ডারকে পুল করতে গিয়ে বোল্ড হয়ে যান পাঁচ নম্বরে নামা শামীম। ৪ বলে ১ রান করা শামীম যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, সেটা লিটনের কাছে মনে হয়েছে অগ্রহণযোগ্য।

শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস, আফগানিস্তান—টানা চার সিরিজ জয়ের পর বাংলাদেশের এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতার সুযোগও রয়েছে। চট্টগ্রামে শেষ দুই টি-টোয়েন্টি জিতলে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে টানা পাঁচ সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। আগামীকাল ও শুক্রবার হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল

ফেসবুকে জামায়াতের রাজনীতি নিয়ে মন্তব্য, তোপের মুখে ওসি

‘শিক্ষক’ পেশা দিয়ে নিজের পাসপোর্ট বানান পাসপোর্টের শাহিনুর, চাকরিচ্যুতির আগেই চান অব্যাহতি

চট্টগ্রামে ওসি ও যুবদলের নেতা-কর্মীসহ ২৯ জনের বিরুদ্ধে নির্যাতন ও হত্যা মামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

হেরে শামীমকে দুষলেন লিটন

ক্রীড়া ডেস্ক    
শামীম হোসেন পাটোয়ারীকে ধুয়ে দিয়েছেন লিটন দাস। ছবি: ক্রিকইনফো
শামীম হোসেন পাটোয়ারীকে ধুয়ে দিয়েছেন লিটন দাস। ছবি: ক্রিকইনফো

ইনিংসের শেষের দিকে ঝড় তুলে ম্যাচের গতিপথ পাল্টে দিতে শামীম হোসেন পাটোয়ারীর সুনাম রয়েছে ঠিকই। কিন্তু প্রয়োজনের মুহূর্তে অপ্রয়োজনীয় শট খেলে দলকেও তিনি ডুবিয়েছেন বারবার। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ প্রথম টি-টোয়েন্টিতে হারের পর তাঁকে কাঠগড়ায় তুললেন অধিনায়ক লিটন দাস।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের স্কোর যখন ৪.২ ওভারে ৩ উইকেটে ৩৮ রান, তখন ব্যাটিংয়ে নামেন শামীম। চট্টগ্রামে স্বাগতিকদের রানরেট তখন ৮.৭৭। রান তোলার চাপও তখন বেশি ছিল না। কিন্তু ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে জেসন হোল্ডারকে পুল করতে গিয়ে বোল্ড হয়ে যান পাঁচ নম্বরে নামা শামীম। ৪ বলে ১ রান করা শামীম যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, সেটা লিটনের কাছে মনে হয়েছে অগ্রহণযোগ্য। ১৬ রানে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘শামীম যেভাবে ব্যাটিং করেছে, সেটা সত্যিই হতাশাজনক। তার দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।’

প্রথম টি-টোয়েন্টিতে আজ টস জিতে আগে ব্যাটিং নিয়ে রয়েসয়ে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। একপর্যায়ে ক্যারিবীয়দের স্কোর হয়ে যায় ১২.২ ওভারে ৩ উইকেটে ৮২ রান। যেখানে ১৩তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে ব্র্যান্ডন কিং (৩৩) ও শারফেন রাদারফোর্ডকে (০) ফিরিয়েছেন তাসকিন আহমেদ। টানা দুই বলে উইকেট হারানোর কোনো রকম চাপ অনুভব করেনি উইন্ডিজ। চতুর্থ উইকেটে ৪৬ বলে ৮৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন শাই হোপ ও রভম্যান পাওয়েল। যার মধ্যে ইনিংসের শেষ ওভারে তানজিম হাসান সাকিবকে তিন ছক্কা মেরেছেন রভমান পাওয়েল। ২৮ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন পাওয়েল।

লিটনের মতে শেষের দিকে আরও ভালো বোলিং করতে হবে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তারা প্রথম ১০ ওভারে ভালো ব্যাটিং করেছে। উইকেট একটু ধীরগতির ছিল। যদি দ্রুত কয়েকটা উইকেট তুলতে পারতাম, তাহলে তাদের চাপে ফেলতে পারতাম। আমাদের স্লগ ওভার ভালোভাবে কাজে লাগাতে হবে।’ ২৯ ও ৩১ অক্টোবর শেষ দুই টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে চট্টগ্রামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল

ফেসবুকে জামায়াতের রাজনীতি নিয়ে মন্তব্য, তোপের মুখে ওসি

‘শিক্ষক’ পেশা দিয়ে নিজের পাসপোর্ট বানান পাসপোর্টের শাহিনুর, চাকরিচ্যুতির আগেই চান অব্যাহতি

চট্টগ্রামে ওসি ও যুবদলের নেতা-কর্মীসহ ২৯ জনের বিরুদ্ধে নির্যাতন ও হত্যা মামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আইন ভঙ্গ করাকে কি আপনি স্বাধীনতা বলবেন, ক্রিকেটার হাসান মাহমুদের প্রশ্ন

ক্রীড়া ডেস্ক    
অটোরিকশার বেপরোয়া চলাচলে ক্ষুব্ধ হাসান। ছবি: ফেসবুক
অটোরিকশার বেপরোয়া চলাচলে ক্ষুব্ধ হাসান। ছবি: ফেসবুক

ব্যাটারিচালিত অটোরিকশা কারণে ঢাকা শহরে সমস্যা নতুন কিছু নয়। অলিগলি তো বটেই, প্রধান সড়কেও অটোরিকশার প্রচলন বাড়ছে ক্রমশ। কখনো কখনো রাস্তার উল্টো লেনেও দেখা যায় তা। ফলে দুর্ঘটনাও ঘটছে । অটোরিকশা চালকদের এমন বেপরোয়া চলাচল দেখে ঢাকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন হাসান মাহমুদ।

এ ধরনের বাহন নিয়ে নিরাপত্তার ঝুঁকির অভিযোগ উঠেছে কয়েকবার। এনিয়ে অবশ্য পক্ষে-বিপক্ষে মত আছে অনেকের। হাসানের মতটা বিপক্ষের দিকে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হাসান লিখেছেন, ‘ঢাকার রাস্তাঘাটে অটোরিকশা যে পরিমাণে রং-সাইড দিয়ে ঢুকে স্বাভাবিক চলাচলের রাস্তা বন্ধ করে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যাথা নেই। যারা শিক্ষিত তারাও চুপ থাকে, যাদের ন্যূনতম বিবেক আছে তারাও কিছু বলছে না। আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে কোন উদ্যোগ নিচ্ছে না। আমরা স্বাধীন দেশের নাগরিক। তাহলে কি আইন ভঙ্গ করাকে আপনি স্বাধীনতা বলবেন?’

হাসান-ফেসবুক

হাসান বাংলাদেশের হয়ে সবশেষ খেলেছেন ১৪ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে। সেই ম্যাচে ৬ ওভারে ৫৭ রানে নিয়েছেন ২ উইকেট। ২০০ রানে হেরে বাংলাদেশ ৩-০ ব্যবধানে আফগানদের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে। আফগান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিল হাসানের নাম। কিন্তু এক ম্যাচেও একাদশে সুযোগ পাননি তিনি। মিরপুরে কালো মাটির উইকেটে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল

ফেসবুকে জামায়াতের রাজনীতি নিয়ে মন্তব্য, তোপের মুখে ওসি

‘শিক্ষক’ পেশা দিয়ে নিজের পাসপোর্ট বানান পাসপোর্টের শাহিনুর, চাকরিচ্যুতির আগেই চান অব্যাহতি

চট্টগ্রামে ওসি ও যুবদলের নেতা-কর্মীসহ ২৯ জনের বিরুদ্ধে নির্যাতন ও হত্যা মামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত