Ajker Patrika

ঋতুপর্ণার গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গোলের পর সতীর্থদের নিয়ে ঋতুপর্ণার উচ্ছ্বাস। ছবি: বাফুফে
গোলের পর সতীর্থদের নিয়ে ঋতুপর্ণার উচ্ছ্বাস। ছবি: বাফুফে

উঁকি দিচ্ছে এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন। তার আগে পেরোতে হবে বাছাই। যেখানে সবচেয়ে বড় বাধা র‍্যাঙ্কিংয়ের ৭৩ ধাপ এগিয়ে থাকাল স্বাগতিক মিয়ানমার। আজকের ম্যাচটি জিতলে মূলপর্বে এক পা দিয়ে ফেলবে বাংলাদেশ। আপাতত সেই সম্ভাবনা বেশ জোরালো। কারণ প্রথমার্ধ শেষে ঋতুপর্ণা চাকমার গোলে মিয়ানমারের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

ইয়াঙ্গুনের থুউনা স্টেডিয়ামে প্রথম মিনিটেই বিপদের মুখে পড়তে যাচ্ছিল বাংলাদেশ। ডান প্রান্ত থেকে ইউন ওয়াদি লাইংয়ের ক্রসে শ্বে ই তুনের ভলি অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়। ষষ্ঠ মিনিটে মনিকার শট সহজে তালুবন্দী করেন মিয়ানমার গোলরক্ষক মিয়া নিয়েন।

১৮ মিনিটে বক্সের কিছুটা বাইরে ফাউলের শিকার হন শামমুন্নাহার জুনিয়র। ঋতুপর্ণা চাকমার নেওয়া ফ্রিকিক মানবদেয়ালে আটকে গেলেও বল চলে আসে তাঁর কাছে। এবার আর কোনো ভুল করেননি তিনি। বাঁ পায়ের কোণাকুণি শটে খুঁজে নেন জালের ঠিকানা। এগিয়ে দেন বাংলাদেশকে।

২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল শামসুন্নাহার জুনিয়রের কাছে। ঋতুপর্ণার ক্রসে তিনি পা ছোঁয়ালেও বল পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে। ৩৬ মিনিটে ই তুনের গোলে সমতায় ফিরেছিল মিয়ানমার। কিন্তু অফসাইডে বাতিল হয় সেই গোল। ৪২ মিনিটে ইউপার খাইনের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ফিরতি শটে বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমাকে একা পেয়েও গোল করতে পারেননি নও রাই। বিরতির আগে সমতায় ফিরতে আরও কয়েকবার চেষ্টা করলেও ব্যর্থ হয় স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, আফঈদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, স্বপ্না রানী, মনিকা চাকমা, মারিয়া মান্দা, শামসুন্নাহার জুনিয়র, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত