যেখানে মেসি সেখানেই আশা
ডি-বক্সের বাইরে থেকে ৬৪ মিনিটে নেওয়া লিওনেল মেসির শটটি শুধু গোলই ছিল না, ছিল নিথর হতে বসা আর্জেন্টাইনদের শরীরে প্রাণ ফেরানো শ্বাসও। ম্যাচের ডেডলক ভাঙা এই গোলেই যে বেঁচে রইল লা আলবিসেলেস্তেদের জীবন। ‘মেক্সিকান দেয়াল’ ওচোয়াকে ফাঁকি দিয়ে বল যখন জালে জড়াল, আনন্দের আতিশয্যে চিৎকার করে উঠলেন পিটার ড্রুরি।