মাঠের পারফরম্যান্স তো বটেই, মাঠের বাইরের ঘটনাতেও ক্রিস্টিয়ানো রোনালদো থাকেন আলোচনায়। তাঁর যেমন অনেক ভক্তও রয়েছেন, তেমনি অনেকের অপছন্দের তালিকাতেও আছেন রোনালদো। জন ওবি মিকেল হচ্ছেন রোনালদোকে অপছন্দ করা লোকদের একজন। সাবেক নাইজেরিয়ান এই ফুটবলার রোনালদোর অহংকে দায়ী করেছেন।
রোনালদো মূলত আলোচনায় এসেছেন কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়ে। ইউনাইটেডের ক্লাব কর্মকর্তা, সাবেক সতীর্থ, মালিকপক্ষ সবাইকে কাঠগড়ায় তুলেছিলেন রোনালদো। যার পরিপ্রেক্ষিতে রোনালদোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইউনাইটেড। রোনালদো এখন হয়ে যান ফ্রি-এজেন্ট। চেলসিসহ বিভিন্ন ক্লাবে তাঁর যাওয়ার ব্যাপারে গুঞ্জন রয়েছে।
রোনালদোর এমন সাক্ষাৎকার মোটেও পছন্দ হয়নি মিকেলের। এই ব্যাপারে চেলসিকে সতর্ক করে দিয়ে সাবেক নাইজেরিয়ান তারকা বলেন, ‘আমি কখনোই রোনালদোর ভক্ত ছিলাম না। আমার কাছে, যখন একজন খেলোয়াড়ের এত বেশি অহং থাকে, আমি তাকে পছন্দ করি না। সে (রোনালদো) কখনোই আমার প্রিয় খেলোয়াড় ছিল না। আমি বোঝাতে চাচ্ছি, যখন কেউ এমন সাক্ষাৎকার দেয়, তাহলে সে যখন জানুয়ারিতে আপনার ক্লাবে আসবে, সে কি এমন কাজ আবারও করবে না। আমার মতে, প্রত্যেক ক্লাবের এসব ব্যাপারে সচেতন থাকা উচিত।’
মিকেল আরও বলেন, ‘আমার মনে হচ্ছে, সে জানুয়ারিতে আরেকটা ক্লাবে যাচ্ছে এবং ফুটবল ক্যারিয়ার আরও লম্বা করবে। কিন্তু আমার মতে, সে খুবই বাজে একটা কাজ করেছে। আমার মতে, তার সাক্ষাৎকার দেওয়া উচিত হয়নি।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯২ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ১৮ ম্যাচে করেছেন ৮ গোল, ২ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৯৪৯ ম্যাচ খেলে করেছেন ৭০১ গোল। অ্যাসিস্ট করেছেন ২২৩ গোলে।
মাঠের পারফরম্যান্স তো বটেই, মাঠের বাইরের ঘটনাতেও ক্রিস্টিয়ানো রোনালদো থাকেন আলোচনায়। তাঁর যেমন অনেক ভক্তও রয়েছেন, তেমনি অনেকের অপছন্দের তালিকাতেও আছেন রোনালদো। জন ওবি মিকেল হচ্ছেন রোনালদোকে অপছন্দ করা লোকদের একজন। সাবেক নাইজেরিয়ান এই ফুটবলার রোনালদোর অহংকে দায়ী করেছেন।
রোনালদো মূলত আলোচনায় এসেছেন কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়ে। ইউনাইটেডের ক্লাব কর্মকর্তা, সাবেক সতীর্থ, মালিকপক্ষ সবাইকে কাঠগড়ায় তুলেছিলেন রোনালদো। যার পরিপ্রেক্ষিতে রোনালদোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইউনাইটেড। রোনালদো এখন হয়ে যান ফ্রি-এজেন্ট। চেলসিসহ বিভিন্ন ক্লাবে তাঁর যাওয়ার ব্যাপারে গুঞ্জন রয়েছে।
রোনালদোর এমন সাক্ষাৎকার মোটেও পছন্দ হয়নি মিকেলের। এই ব্যাপারে চেলসিকে সতর্ক করে দিয়ে সাবেক নাইজেরিয়ান তারকা বলেন, ‘আমি কখনোই রোনালদোর ভক্ত ছিলাম না। আমার কাছে, যখন একজন খেলোয়াড়ের এত বেশি অহং থাকে, আমি তাকে পছন্দ করি না। সে (রোনালদো) কখনোই আমার প্রিয় খেলোয়াড় ছিল না। আমি বোঝাতে চাচ্ছি, যখন কেউ এমন সাক্ষাৎকার দেয়, তাহলে সে যখন জানুয়ারিতে আপনার ক্লাবে আসবে, সে কি এমন কাজ আবারও করবে না। আমার মতে, প্রত্যেক ক্লাবের এসব ব্যাপারে সচেতন থাকা উচিত।’
মিকেল আরও বলেন, ‘আমার মনে হচ্ছে, সে জানুয়ারিতে আরেকটা ক্লাবে যাচ্ছে এবং ফুটবল ক্যারিয়ার আরও লম্বা করবে। কিন্তু আমার মতে, সে খুবই বাজে একটা কাজ করেছে। আমার মতে, তার সাক্ষাৎকার দেওয়া উচিত হয়নি।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯২ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ১৮ ম্যাচে করেছেন ৮ গোল, ২ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৯৪৯ ম্যাচ খেলে করেছেন ৭০১ গোল। অ্যাসিস্ট করেছেন ২২৩ গোলে।
ভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
২ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৩ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৫ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
৫ ঘণ্টা আগে