কর্ণফুলীর ফায়ার স্টেশনের সুফল পাবে পুরো চট্টগ্রামবাসী: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, কর্ণফুলীবাসীর জন্য নির্মিত ফায়ার সার্ভিস শুধু কর্ণফুলীবাসীর উপকারে আসবে না, আনোয়ারাসহ পুরো চট্টগ্রামবাসীর উপকারে আসবে। কারখানা ও মানুষের জানমাল রক্ষায় নির্মাণ করা হয়েছে মডার্ণ ফায়ার সার্ভিস।