Ajker Patrika

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৪৩
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান 

চট্টগ্রামের সিইউএফএল রাঙ্গদিয়া ১৫ নম্বর ফেরিঘাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে গেছে পাঁচ দোকান। 

গত সোমবার সন্ধ্যায় চায়ের দোকানের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুটি মুদিদোকান ও তিনটি চায়ের দোকান পুড়ে যায়। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। 

ক্ষতিগ্রস্তরা হলেন—উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদ করিম, মোহাম্মদ রহিম, রমজান আলী, আসহাব উদ্দিন ও আলাউদ্দিন। আনোয়ারা ও রাঙ্গাদিয়া সিইউএফএল ফায়ার সার্ভিসের দল প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। 

ঘটনার পর আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেন। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফরহাদুল ইসলাম জানান, ফেরিঘাট এলাকায় আসহাব উদ্দিনের চা-দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে পুড়ে যায় আরও চারটি দোকান। আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ বেলাল হোসেন বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত