বগুড়ায় শাপলা মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ল ১৫ দোকান
বগুড়ায় অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। আজ রোববার সকাল ৮টা দিকে শহরের স্টেশন রোড এলাকায় শাপলা মার্কেটে এই অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে বগুড়ার তিনটি ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বিষয়টি নিশ্চিত করেন।