Ajker Patrika

বাঘায় ক্যারেটের গোডাউনে আগুন, জ্ঞান হারিয়ে হাসপাতালে মালিক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
বাঘায় ক্যারেটের গোডাউনে আগুন, জ্ঞান হারিয়ে হাসপাতালে মালিক

রাজশাহীর বাঘায় ক্যারেটের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামে (বাঘা–আড়ানী) সড়কের পাশে আলিফ ট্রেডার্সে এই আগুন লাগার এই ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রতিষ্ঠানটির মালিক ইনছার আলী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

স্থানীয় পিনজুরুল ইসলাম জানান, ইনছার আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রায় ১ বিঘা জমির ওপর নির্মিত প্রতিষ্ঠানে প্লাস্টিকের ক্যারেট, বস্তা, কার্টন, কাগজসহ ক্যারেট ভাঙা মেশিনসহ প্রায় কোটি টাকার মালামাল ছিল। আগুনে তাঁর সবকিছু হয়ে গেছে। 

আলিফ ট্রেডার্স কারখানা। ছবি: আজকের পত্রিকাবাঘা উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুপুর সাড়ে ৩টা থেকে তিন ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত