Ajker Patrika

বগুড়ায় শাপলা মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ল ১৫ দোকান

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৩: ০৪
বগুড়ায় শাপলা মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ল ১৫ দোকান

বগুড়ায় অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। আজ রোববার সকাল ৮টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় শাপলা মার্কেটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে বগুড়ার তিনটি ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বিষয়টি নিশ্চিত করেন। 

মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুন লাগা দোকানগুলোর বেশির ভাগ কাপড়ের। বাকিগুলো ছাপাখানা। সকাল ৮টার দিকে মার্কেট বন্ধ থাকা অবস্থায় অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে ছিটানো পানিতে বেশ কিছু দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান ব্যবসায়ীরা। 

মার্কেটের কাপড় ব্যবসায়ী মাসুদ বলেন, ঈদের জন্য দোকানে প্রায় ১৪ লাখ টাকার তৈরি পোশাক ছিল, সেগুলো সব পুড়ে গেছে। 

আল আমিন নামে এক ভুক্তভোগী বলেন, ‘ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে সাতটি ছাপাখানা। আমার দোকানে চারটা কম্পিউটারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ছিল। সোয়া ৮টার দিকে খবর পেয়ে এসে দেখি কিছুই নেই।’ 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার কর্মীরা। বগুড়া সদরের চারটি এবং শাজাহানপুর ও কাহালু উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে কাপড়ের দোকান থেকে আগুন ধরেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ড ১৫টা দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানানো যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত