বগুড়া প্রতিনিধি
বগুড়ায় অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। আজ রোববার সকাল ৮টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় শাপলা মার্কেটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে বগুড়ার তিনটি ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বিষয়টি নিশ্চিত করেন।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুন লাগা দোকানগুলোর বেশির ভাগ কাপড়ের। বাকিগুলো ছাপাখানা। সকাল ৮টার দিকে মার্কেট বন্ধ থাকা অবস্থায় অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে ছিটানো পানিতে বেশ কিছু দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান ব্যবসায়ীরা।
মার্কেটের কাপড় ব্যবসায়ী মাসুদ বলেন, ঈদের জন্য দোকানে প্রায় ১৪ লাখ টাকার তৈরি পোশাক ছিল, সেগুলো সব পুড়ে গেছে।
আল আমিন নামে এক ভুক্তভোগী বলেন, ‘ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে সাতটি ছাপাখানা। আমার দোকানে চারটা কম্পিউটারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ছিল। সোয়া ৮টার দিকে খবর পেয়ে এসে দেখি কিছুই নেই।’
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার কর্মীরা। বগুড়া সদরের চারটি এবং শাজাহানপুর ও কাহালু উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে কাপড়ের দোকান থেকে আগুন ধরেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ড ১৫টা দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানানো যাবে।
বগুড়ায় অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। আজ রোববার সকাল ৮টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় শাপলা মার্কেটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে বগুড়ার তিনটি ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বিষয়টি নিশ্চিত করেন।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুন লাগা দোকানগুলোর বেশির ভাগ কাপড়ের। বাকিগুলো ছাপাখানা। সকাল ৮টার দিকে মার্কেট বন্ধ থাকা অবস্থায় অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে ছিটানো পানিতে বেশ কিছু দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান ব্যবসায়ীরা।
মার্কেটের কাপড় ব্যবসায়ী মাসুদ বলেন, ঈদের জন্য দোকানে প্রায় ১৪ লাখ টাকার তৈরি পোশাক ছিল, সেগুলো সব পুড়ে গেছে।
আল আমিন নামে এক ভুক্তভোগী বলেন, ‘ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে সাতটি ছাপাখানা। আমার দোকানে চারটা কম্পিউটারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ছিল। সোয়া ৮টার দিকে খবর পেয়ে এসে দেখি কিছুই নেই।’
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার কর্মীরা। বগুড়া সদরের চারটি এবং শাজাহানপুর ও কাহালু উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে কাপড়ের দোকান থেকে আগুন ধরেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ড ১৫টা দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানানো যাবে।
দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
১১ মিনিট আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
৩৫ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবার হোটেল। এগুলো ট্রাক হোটেল নামে পরিচিত। আর এই হোটেল ব্যবসার আড়ালে মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
৩৯ মিনিট আগেপটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৪ ঘণ্টা আগে