বন্যার্তদের ১ কোটি টাকার সহায়তা দেবে বিসিবি
ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অধিকাংশ জেলায় মানুষ গৃহহীন হয়ে পড়েছে। নিরাপদ পানি ও বিশুদ্ধ খাবারের সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। বানভাসি মানুষদের পাশে দাঁড়াচ্ছেন সারা দেশের মানুষ। বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।