নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অধিকাংশ জেলায় মানুষ গৃহহীন হয়ে পড়েছে। নিরাপদ পানি ও বিশুদ্ধ খাবারের সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। বানভাসি মানুষদের পাশে দাঁড়াচ্ছেন সারা দেশের মানুষ। বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
আজ বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩ হাজার ব্যাগ শুকনো খাবার ও ১ কোটি টাকা দেওয়ার সহায়তা দেবে তারা। আর পুরো ত্রাণ কার্যক্রমে তারা সহায়তা নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর। ৩ হাজার ব্যাগ শুকনো খাবার আগামীকাল সেনাবাহিনীর হাতে পৌঁছে দেবে বিসিবি।
অসহায় মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘বর্তমানে বন্যাদুর্গত মানুষদের নিয়ে আমরা ভাবছি। তাদের এমন কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দিতে দ্রুত পদক্ষেপ নিয়েছি। এমন সংকটাপন্ন অবস্থা কাটিয়ে উঠতে যে ধরনের সহযোগিতা দরকার, সেটার সর্বোচ্চ করতে আমরা প্রস্তুত।’
ফারুক আরও যোগ করেছেন, ‘এমন চ্যালেঞ্জিং সময়ে বিসিবি নিবেদিত থাকবে। এ ধরনের কাজে আমরা সমন্বয় ধরে রেখে কাজ করব। এমন কাজে আমরা সবাইকে আহ্বান করছি যেন তারাও নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায়।’
বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররাও। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস থেকে শুরু করে জুনিয়রদের মধ্যে তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, আকবর আলীরাও ফেসবুকে বন্যাদুর্গতদের নিয়ে পোস্ট করেছেন।
ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অধিকাংশ জেলায় মানুষ গৃহহীন হয়ে পড়েছে। নিরাপদ পানি ও বিশুদ্ধ খাবারের সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। বানভাসি মানুষদের পাশে দাঁড়াচ্ছেন সারা দেশের মানুষ। বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
আজ বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩ হাজার ব্যাগ শুকনো খাবার ও ১ কোটি টাকা দেওয়ার সহায়তা দেবে তারা। আর পুরো ত্রাণ কার্যক্রমে তারা সহায়তা নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর। ৩ হাজার ব্যাগ শুকনো খাবার আগামীকাল সেনাবাহিনীর হাতে পৌঁছে দেবে বিসিবি।
অসহায় মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘বর্তমানে বন্যাদুর্গত মানুষদের নিয়ে আমরা ভাবছি। তাদের এমন কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দিতে দ্রুত পদক্ষেপ নিয়েছি। এমন সংকটাপন্ন অবস্থা কাটিয়ে উঠতে যে ধরনের সহযোগিতা দরকার, সেটার সর্বোচ্চ করতে আমরা প্রস্তুত।’
ফারুক আরও যোগ করেছেন, ‘এমন চ্যালেঞ্জিং সময়ে বিসিবি নিবেদিত থাকবে। এ ধরনের কাজে আমরা সমন্বয় ধরে রেখে কাজ করব। এমন কাজে আমরা সবাইকে আহ্বান করছি যেন তারাও নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায়।’
বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররাও। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস থেকে শুরু করে জুনিয়রদের মধ্যে তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, আকবর আলীরাও ফেসবুকে বন্যাদুর্গতদের নিয়ে পোস্ট করেছেন।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৮ ঘণ্টা আগে