ফল উৎসবে আনন্দে আত্মহারা শিশুরা
টেবিলের ওপর সাজিয়ে রাখা হয়েছে আম, কাঁঠাল, লিচুসহ হরেক রকমের ফল। বাতাসে ম-ম করছে রসাল ফলের ঘ্রাণ। আনন্দে এ টেবিল ও টেবিল ঘুরে বিভিন্ন ফলের স্বাদ নিচ্ছে শিশুরা। তাদের দেশি ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং এসবের পুষ্টিগুণ সম্পর্কে জানাতে এ আয়োজন।