Ajker Patrika

ডলার সংকট না কাটলে ফল আমদানি নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডলার সংকট না কাটলে ফল আমদানি নয়

ডলার সংকটে কড়াকড়ি আরোপ করা হয়েছে বিদেশি ফলসহ বিলাসবহুল পণ্য আমদানিতে। ফলে বাজারে বেড়েই চলছে বিভিন্ন ফলমূলের দাম। রমজানে সারা দিন রোজা রাখার পর ইফতারে ফলের চাহিদা থাকে। এমন বাস্তবতাকে সামনে রেখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ডলার সংকট না কমলে ফল আমদানিতে এলসি (ঋণপত্র) খোলার অনুমতি দেওয়া হবে না। সরকারি এই সিদ্ধান্তে ফলমূলে বাজার ঊর্ধ্বগতি হওয়ার সম্ভাবনা আছে। গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ফল তো আমাদের দেশে প্রচুর হচ্ছে। এখন আমাদের দেখতে হচ্ছে যাতে বৈদেশিক মুদ্রায় অতিরিক্ত চাপ না পড়ে। এ ছাড়া দেশে যে ফল উৎপাদন হচ্ছে, সেটিরও একটি মূল্য পাওয়া দরকার। যে জন্য ফল আমদানির এলসি খোলা একটু সীমিত করেছি। সময় ভালো হলেই খুলে দেওয়া হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে যেটা অপরিহার্য, সেই সব পণ্য আমদানির ওপর জোর দিচ্ছি। সংকটের এই সময়ে আমাদের দরকার ডলার ধরে রাখা।’

রোজায় নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আসন্ন রমজান মাসে পণ্য সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না। গরিব মানুষের জন্য টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত