Ajker Patrika

উলিপুরে মেয়ের ফেলের খবর শুনে বাবার মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৪২
Thumbnail image

কুড়িগ্রামের উলিপুরে দুই মেয়ে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বাবার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরীক্ষার ফল শুনে সন্তানদের ওপর ক্ষুব্ধ হয়ে উত্তেজিত হয়ে পড়লে এ ঘটনা ঘটে। 

গতকাল বুধবার বিকেলে উপজেলার দলদলিয়া ইউনিয়নের আব্দুল হাদি বাহারবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই রাতে তাঁর মরদেহ দাফন করা হয়। 

ওই ব্যক্তির নাম আব্দুল গফ্ফার মিয়া (৫৫)। তিনি দলদলিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সহকারী শিক্ষক। 

স্থানীয়রা বলছে, আব্দুল গফ্ফার মিয়ার দুই মেয়ে ২০২২ সালের এইচএসসির পরীক্ষায় অংশগ্রহণ করেন। গতকাল ফল প্রকাশ হলে তারা জানতে পারে উভয়েই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। ফলাফল খারাপ হওয়ায় বাড়িতে ফিরে দুই বোন কান্নায় ভেঙে পড়ে। পরে বিকেলে তাদের বাবা আব্দুল গফফার বাড়িতে ফিরে এ বিষয়টি জানতে পারেন। এতে তিনি ক্ষুব্ধ হন এবং উত্তেজিত হয়ে সন্তানদের বকতে থাকেন। একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন দ্রুত স্থানীয় চিকিৎসক ডেকে পাঠান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন তিনি মারা গেছেন। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে চিকিৎসক জানিয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে দলদলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আব্দুল গফ্ফারের মৃত্যু হয়েছে বলে ডাক্তার জানিয়েছে। পরে রাতেই তাঁকে দাফন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত