ভারতের সঙ্গে বৈরিতা করে উন্নয়ন সম্ভব নয়: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের সঙ্গে বৈরিতা করে উন্নয়ন সম্ভব নয়। যেই প্রতিবেশী দেশের অভ্যুদয়ে অবদান রেখেছে, তাদের সাথে সুসম্পর্ক রাখার মাঝে দেশের উন্নতি নিহিত। জাতীয় প্রেসক্লাবে আজ মঙ্গলবার বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।