‘একটা কেস যদি ২০-২৫ বছর পেন্ডিং থাকে, মানুষ আস্থা রাখবে কেন’
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, একটা কেস যদি ২০-২৫ বছর পেন্ডিং থাকে, তাহলে মানুষ আমাদের প্রতি আস্থা রাখবে কেন? এ দেশে সুবিচার পাওয়া যায়, বিচার পাওয়া যায়, এটা তারা ভাববে কেন? বরং ভাববে বিচার-আচার দিনকে দিন উঠে গেছে। অর্থাৎ কনফিডেন্সের মাত্রা আমার মনে হয় দিন দিন লোপ পেয়ে গেছে। আমাদের দায়িত