Ajker Patrika

আদালতে চিৎকার–চেঁচামেচি নয়, বিদায়ী ভাষণে ভারতে প্রধান বিচারপতি 

কলকাতা প্রতিনিধি
আদালতে চিৎকার–চেঁচামেচি নয়, বিদায়ী ভাষণে ভারতে প্রধান বিচারপতি 

ভারতের প্রধান বিচারপতি বলেছেন, আদালতে চিৎকার করে কোনো লাভ হয় না বরং বিরক্তি বাড়ে। তাই যুক্তি দিয়ে সকলকে নিজেদের বক্তব্য পেশ করা উচিত। স্থানীয় সময় আজ শুক্রবার দেশটির বিদায়ী প্রধান বিচারপতি এনভি রামানা এই পরামর্শ দেন।

আজ শুক্রবার তাঁর শেষ কার্যদিবসে তাঁর সম্মানার্থে প্রথমবারের মতো ভারতীয় সুপ্রিম কোর্টে মামলার শুনানির সরাসরি সম্প্রচারের বন্দোবস্ত করা হয়। এ দিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলাও ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ছিল প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনার অনুষ্ঠানও। সেখানেই তিনি আদালতের পবিত্রতা রক্ষার কথা স্মরণ করিয়ে এসব কথা বলেন।

আগামীকাল শনিবার ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন উদয় উমেশ ললিত। প্রথামাফিক এ দিন তিনি বিচারপতি রামানার ডিভিশন বেঞ্চে ছিলেন। সঙ্গে ছিলেন বিচারপতি হিমা কোহলি। তাঁদের ডিভিশন বেঞ্চে নির্বাচনে রাজনৈতিক দলগুলো দান খয়রাতির প্রতিশ্রুতি নিয়ে শুনানি হয়। 

বিদায়ী প্রধান বিচারপতি জানান, বিষয়টির সঙ্গে জনকল্যাণের বিষয়টিও জড়িয়ে আছে। তাই তাঁরা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করছেন। সেই সঙ্গে সর্বদলীয় বৈঠকের কথাও বলা হয়। বিচারপতি রামানা এ সময় কেন্দ্রীয় সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বদলীয় বৈঠক না ডাকায় সমালোচনাও করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত