Ajker Patrika

সোমবার দ্বিতীয়ার্ধে বন্ধ থাকবে উচ্চ আদালতের বিচারকাজ: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ২১: ৪৮
সোমবার দ্বিতীয়ার্ধে বন্ধ থাকবে উচ্চ আদালতের বিচারকাজ: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে খন্দকার মাহবুব হোসেনকে আমরা উজ্জ্বল নক্ষত্র হিসেবে গ্রহণ করেছিলাম। সেই উজ্জ্বল নক্ষত্র খসে পড়ল। আমরা দেখেছি, খন্দকার মাহবুব কোনো মামলায় হেরে গিয়েও হাসতে হাসতে চলে এসেছেন। এটা আমাদের অনুপ্রাণিত করেছে।’ এ সময় খন্দকার মাহবুবের মৃত্যুতে সোমবার দ্বিতীয়ার্ধে উচ্চ আদালতের বিচারকাজ বন্ধ থাকবে বলে জানান প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধান বিচারপতি। আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি বলেন, ‘সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য আদালতের প্রতি চাপ সৃষ্টি করার চেষ্টা কখনো করেননি খন্দকার মাহবুব। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। যাবজ্জীবন সাজা কত দিন খাটতে হবে, এটা তাঁর শুনানির মধ্য দিয়েই সিদ্ধান্ত হয়েছে।’

পরে সোমবার দ্বিতীয়ার্ধে উচ্চ আদালতের বিচারকাজ বন্ধ থাকবে বলে ঘোষণা দেন প্রধান বিচারপতি।

এদিকে জানাজায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আইনজীবী, সুপ্রিম কোর্ট বারের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে প্রধান বিচারপতি কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুরে খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল ও বিএনপি অফিসের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা ৪০ মিনিটে মারা যান ফৌজদারি আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেন। এর আগে ফুসফুসে হঠাৎ পানি আসায় গত ২৬ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় নেওয়া হয় লাইফ সাপোর্টে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত