নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে খন্দকার মাহবুব হোসেনকে আমরা উজ্জ্বল নক্ষত্র হিসেবে গ্রহণ করেছিলাম। সেই উজ্জ্বল নক্ষত্র খসে পড়ল। আমরা দেখেছি, খন্দকার মাহবুব কোনো মামলায় হেরে গিয়েও হাসতে হাসতে চলে এসেছেন। এটা আমাদের অনুপ্রাণিত করেছে।’ এ সময় খন্দকার মাহবুবের মৃত্যুতে সোমবার দ্বিতীয়ার্ধে উচ্চ আদালতের বিচারকাজ বন্ধ থাকবে বলে জানান প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধান বিচারপতি। আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি বলেন, ‘সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য আদালতের প্রতি চাপ সৃষ্টি করার চেষ্টা কখনো করেননি খন্দকার মাহবুব। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। যাবজ্জীবন সাজা কত দিন খাটতে হবে, এটা তাঁর শুনানির মধ্য দিয়েই সিদ্ধান্ত হয়েছে।’
পরে সোমবার দ্বিতীয়ার্ধে উচ্চ আদালতের বিচারকাজ বন্ধ থাকবে বলে ঘোষণা দেন প্রধান বিচারপতি।
এদিকে জানাজায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আইনজীবী, সুপ্রিম কোর্ট বারের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে প্রধান বিচারপতি কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুরে খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল ও বিএনপি অফিসের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা ৪০ মিনিটে মারা যান ফৌজদারি আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেন। এর আগে ফুসফুসে হঠাৎ পানি আসায় গত ২৬ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় নেওয়া হয় লাইফ সাপোর্টে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে খন্দকার মাহবুব হোসেনকে আমরা উজ্জ্বল নক্ষত্র হিসেবে গ্রহণ করেছিলাম। সেই উজ্জ্বল নক্ষত্র খসে পড়ল। আমরা দেখেছি, খন্দকার মাহবুব কোনো মামলায় হেরে গিয়েও হাসতে হাসতে চলে এসেছেন। এটা আমাদের অনুপ্রাণিত করেছে।’ এ সময় খন্দকার মাহবুবের মৃত্যুতে সোমবার দ্বিতীয়ার্ধে উচ্চ আদালতের বিচারকাজ বন্ধ থাকবে বলে জানান প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধান বিচারপতি। আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি বলেন, ‘সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য আদালতের প্রতি চাপ সৃষ্টি করার চেষ্টা কখনো করেননি খন্দকার মাহবুব। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। যাবজ্জীবন সাজা কত দিন খাটতে হবে, এটা তাঁর শুনানির মধ্য দিয়েই সিদ্ধান্ত হয়েছে।’
পরে সোমবার দ্বিতীয়ার্ধে উচ্চ আদালতের বিচারকাজ বন্ধ থাকবে বলে ঘোষণা দেন প্রধান বিচারপতি।
এদিকে জানাজায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আইনজীবী, সুপ্রিম কোর্ট বারের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে প্রধান বিচারপতি কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুরে খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল ও বিএনপি অফিসের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা ৪০ মিনিটে মারা যান ফৌজদারি আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেন। এর আগে ফুসফুসে হঠাৎ পানি আসায় গত ২৬ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় নেওয়া হয় লাইফ সাপোর্টে।
রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে হামলার ঘটনায় এবার একটি স্থানীয় দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদককে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই সাংবাদিককে তার নিজ বাড়ি রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ
১৭ মিনিট আগেরাজধানীতে ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকাগুলোতে আজ রোববার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি সামাল দিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
২০ মিনিট আগেআন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
৩৪ মিনিট আগেসিরাজগঞ্জের রায়গঞ্জে কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রবীণ পত্রিকা বিক্রেতা শহিদুল ইসলাম। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। সমাজের সহৃদয় মানুষ ও সরকারের সহযোগিতা চান তিনি। জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম প্রায় ৪০ বছর ধরে পত্রিকা...
১ ঘণ্টা আগে