নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আগামী দিনের বিচার ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য একটাই। তা হলো স্বল্প সময়, স্বল্প খরচে বিচার প্রার্থী জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা। এই ডিসেম্বর মাসে আমাদের মহান সংবিধান প্রবর্তিত হওয়ার এবং সুপ্রিম কোর্টের যুগপৎ সুবর্ণজয়ন্তীর বর্ণিল আয়োজনে আমরা উপনীত। এই মাহেন্দ্রক্ষণে একটি যুগোপযোগী এবং গতিশীল বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের এখনই সংকল্পবদ্ধ হতে হবে।
সুপ্রিম কোর্টের তৈরি করা ছয়টি সফটওয়্যার উদ্বোধনের সময় আজ মঙ্গলবার এসব কথা বলেন প্রধান বিচারপতি। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, বারের সভাপতি, কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী।
প্রধান বিচারপতি বলেন, অধস্তন আদালতে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মামলা নিষ্পত্তির হার ছিল ৮৫ ভাগ। এপ্রিল থেকে জুন পর্যন্ত তা বৃদ্ধি পেয়ে হয়েছিল ১০১ ভাগ। আর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০৫ ভাগে। মামলা নিষ্পত্তির হার সবচেয়ে বেশি গাজীপুরে ১৬৫ ভাগ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অধস্তন আদালতে ২ লাখ ৬৮ হাজার ৯৩৫টি দেওয়ানী মামলা দায়ের হয়েছে এবং নিষ্পত্তি হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৪৯৯টি। একই সময়ে ফৌজদারি মামলা দায়ের হয়েছে ৮ লাখ ৪০ হাজার ৬০৪টি এবং নিষ্পত্তি হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৭৪৯টি। এ ছাড়া ২২ বছরের অধিক পুরাতন ১ হাজার ৫৮১টি মামলা নিষ্পত্তি হয়েছে বলেও জানান তিনি।
উচ্চ আদালতের প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, এ বছর গ্রীষ্মকালীন অবকাশেও ১৩৮টি মৃত্যুদণ্ডের মামলা নিষ্পত্তি করেছে হাইকোর্ট। আর হাইকোর্ট বিভাগে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দায়ের হয়েছে ৬৪ হাজার ৬৪১টি মামলা এবং নিষ্পত্তি হয়েছে ৫০ হাজার ৯১০টি। হাইকোর্ট বিভাগে মামলা নিষ্পত্তির হার ৭৯ ভাগ। আদালতে নকল স্ট্যাম্প ও কোর্ট ফি শনাক্ত করণে ১ হাজার ২০০টি ডিভাইস সরবরাহ করা হয়েছে। জুলাই মাসে স্ট্যাম্প ও কোর্ট ফি’র চাহিদা ছিল ১১ কোটি টাকা। আর আগস্টে এই চাহিদা দাঁড়ায় ১৬ কোটি টাকায়। এ ছাড়া সুপ্রিম কোর্টের নথি সংরক্ষণের জন্য ১৪ তলা রেকর্ড ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধান বিচারপতি।
সফটওয়্যার ছয়টি হলো
বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাপস: এতে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে থাকা সব তথ্য অতি সহজে পাওয়া যাবে। গুগল প্লে স্টোরে এই অ্যাপ উন্মুক্ত করা হবে।
অনলাইন রিপোর্টিং টুলস: এটি অধস্তন আদালত থেকে মামলার পরিসংখ্যান পাঠানোর প্রক্রিয়াকে সহজ করবে। যেখানে প্রতি মাসে মামলার তথ্য পাঠাবেন সংশ্লিষ্ট আদালতের বিচারকেরা।
আপিল বিভাগের ডিজিটাল অনুলিপি শাখা: এর মাধ্যমে বিচারপ্রার্থীরা আপিল বিভাগে প্রবেশ করবে তাদের তথ্যগুলো জানতে পারবে। সহজেই নকল তুলতে পারবেন।
আপিল বিভাগে প্রবেশ পাস: এর মাধ্যমে আপিল বিভাগের এজলাস সংশ্লিষ্ট এলাকায় জনচলাচল নিয়ন্ত্রণ করা যাবে। বিচারপ্রার্থী আপিল বিভাগে প্রবেশ করবে তাদের তথ্যগুলো জানতে পারবে। এতে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত হবে।
অনলাইনে রায় ও আদেশ প্রকাশ: অধস্তন আদালতের বিচারকেরা সহজেই তাদের দেওয়া রায় ও আদেশ প্রস্তুতকৃত অ্যাপসে আপলোড করতে পারবেন। যা বিচারপ্রার্থী জনগণ সহজেই দেখতে পারবেন।
শিশু আদালতের রিপোর্ট এন্ট্রি প্ল্যাটফর্ম: এখানে শিশু আদালতের মামলার পরিসংখ্যান থাকবে। এটি শিশু বান্ধব বিচার ব্যবস্থা বিনির্মাণে ভূমিকা রাখবে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আগামী দিনের বিচার ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য একটাই। তা হলো স্বল্প সময়, স্বল্প খরচে বিচার প্রার্থী জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা। এই ডিসেম্বর মাসে আমাদের মহান সংবিধান প্রবর্তিত হওয়ার এবং সুপ্রিম কোর্টের যুগপৎ সুবর্ণজয়ন্তীর বর্ণিল আয়োজনে আমরা উপনীত। এই মাহেন্দ্রক্ষণে একটি যুগোপযোগী এবং গতিশীল বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের এখনই সংকল্পবদ্ধ হতে হবে।
সুপ্রিম কোর্টের তৈরি করা ছয়টি সফটওয়্যার উদ্বোধনের সময় আজ মঙ্গলবার এসব কথা বলেন প্রধান বিচারপতি। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, বারের সভাপতি, কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী।
প্রধান বিচারপতি বলেন, অধস্তন আদালতে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মামলা নিষ্পত্তির হার ছিল ৮৫ ভাগ। এপ্রিল থেকে জুন পর্যন্ত তা বৃদ্ধি পেয়ে হয়েছিল ১০১ ভাগ। আর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০৫ ভাগে। মামলা নিষ্পত্তির হার সবচেয়ে বেশি গাজীপুরে ১৬৫ ভাগ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অধস্তন আদালতে ২ লাখ ৬৮ হাজার ৯৩৫টি দেওয়ানী মামলা দায়ের হয়েছে এবং নিষ্পত্তি হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৪৯৯টি। একই সময়ে ফৌজদারি মামলা দায়ের হয়েছে ৮ লাখ ৪০ হাজার ৬০৪টি এবং নিষ্পত্তি হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৭৪৯টি। এ ছাড়া ২২ বছরের অধিক পুরাতন ১ হাজার ৫৮১টি মামলা নিষ্পত্তি হয়েছে বলেও জানান তিনি।
উচ্চ আদালতের প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, এ বছর গ্রীষ্মকালীন অবকাশেও ১৩৮টি মৃত্যুদণ্ডের মামলা নিষ্পত্তি করেছে হাইকোর্ট। আর হাইকোর্ট বিভাগে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দায়ের হয়েছে ৬৪ হাজার ৬৪১টি মামলা এবং নিষ্পত্তি হয়েছে ৫০ হাজার ৯১০টি। হাইকোর্ট বিভাগে মামলা নিষ্পত্তির হার ৭৯ ভাগ। আদালতে নকল স্ট্যাম্প ও কোর্ট ফি শনাক্ত করণে ১ হাজার ২০০টি ডিভাইস সরবরাহ করা হয়েছে। জুলাই মাসে স্ট্যাম্প ও কোর্ট ফি’র চাহিদা ছিল ১১ কোটি টাকা। আর আগস্টে এই চাহিদা দাঁড়ায় ১৬ কোটি টাকায়। এ ছাড়া সুপ্রিম কোর্টের নথি সংরক্ষণের জন্য ১৪ তলা রেকর্ড ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধান বিচারপতি।
সফটওয়্যার ছয়টি হলো
বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাপস: এতে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে থাকা সব তথ্য অতি সহজে পাওয়া যাবে। গুগল প্লে স্টোরে এই অ্যাপ উন্মুক্ত করা হবে।
অনলাইন রিপোর্টিং টুলস: এটি অধস্তন আদালত থেকে মামলার পরিসংখ্যান পাঠানোর প্রক্রিয়াকে সহজ করবে। যেখানে প্রতি মাসে মামলার তথ্য পাঠাবেন সংশ্লিষ্ট আদালতের বিচারকেরা।
আপিল বিভাগের ডিজিটাল অনুলিপি শাখা: এর মাধ্যমে বিচারপ্রার্থীরা আপিল বিভাগে প্রবেশ করবে তাদের তথ্যগুলো জানতে পারবে। সহজেই নকল তুলতে পারবেন।
আপিল বিভাগে প্রবেশ পাস: এর মাধ্যমে আপিল বিভাগের এজলাস সংশ্লিষ্ট এলাকায় জনচলাচল নিয়ন্ত্রণ করা যাবে। বিচারপ্রার্থী আপিল বিভাগে প্রবেশ করবে তাদের তথ্যগুলো জানতে পারবে। এতে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত হবে।
অনলাইনে রায় ও আদেশ প্রকাশ: অধস্তন আদালতের বিচারকেরা সহজেই তাদের দেওয়া রায় ও আদেশ প্রস্তুতকৃত অ্যাপসে আপলোড করতে পারবেন। যা বিচারপ্রার্থী জনগণ সহজেই দেখতে পারবেন।
শিশু আদালতের রিপোর্ট এন্ট্রি প্ল্যাটফর্ম: এখানে শিশু আদালতের মামলার পরিসংখ্যান থাকবে। এটি শিশু বান্ধব বিচার ব্যবস্থা বিনির্মাণে ভূমিকা রাখবে।
আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার তিনি ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
১৩ মিনিট আগেসরাসরি থানায় না গিয়ে মানুষ যাতে অনলাইনে মামলা দায়ের করতে পারেন সেই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
১ ঘণ্টা আগেসরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা...
৩ ঘণ্টা আগেসরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘তাদের দাবি পূরণে এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে অনেক কিছু করে ওঠা সম্ভব নয়। তবে আগামীতে ভালো কিছু হবে বলে প্রত্যাশা করি।’ সোমবার দুপুরে ঢাকা...
৪ ঘণ্টা আগে