নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারের বাণী আজ আর নিভৃতে কাঁদে না। বিচারালয়ে আজ সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। মাহবুবে আলমের মাধ্যমে আমাদের বিচারাঙ্গন সমৃদ্ধ হয়েছে, উপকৃত হয়েছে। তাই জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে আমরা স্মরণ করব শ্রদ্ধাভরে। বহু আলোচিত মামলা নিষ্পত্তিতে তার অবদান কখনোই মুছে যাবে না ইতিহাসের পাতা থেকে।
সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণ সভায় বুধবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মাহবুবে আলম অ্যান্ড অ্যাসোসিয়েট সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি বলেন, মাহবুবে আলম খুবই পরিশ্রমী ছিলেন। যে আলোর দীপ শিখা আমাদের দান করে গেছেন, তা যুগ যুগ পর্যন্ত বয়ে নিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। আসুন আমরা তাঁর স্মৃতি আজীবন ধরে রাখি। তাঁকে সব সময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। বিচার বিভাগের ইতিহাসে এবং আইনজীবীদের একজন হয়ে মাহবুবে আলম আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।
সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, প্রয়াত অ্যাটর্নি মাহবুবে আলম সরকারের প্রত্যেকটা কাজ শতভাগ মনোযোগ দিয়ে করেছেন। আমার সময়ে কোর্ট উত্তাল ছিল। সব গুরুত্বপূর্ণ মামলা আমার সময়ে হয়েছে। সেই সময় মাহবুবে আলম ছিলেন অ্যাটর্নি জেনারেল। এখন অবসরে গিয়ে ঝামেলামুক্ত হয়েছি।
আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান মাহবুবে আলমের নামে ফাউন্ডেশন করার দাবি তোলেন। তিনি বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তির কথা বলে অনেকে আঁতুড় ঘর থেকে রাজপ্রাসাদ গড়েছেন। আর মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে জীবন বাজী রেখে যুদ্ধ করে মাহবুবে আলম কি বিনিময় নিয়েছেন? আজকে জাতির কাছে প্রশ্ন মাহবুবে আলমের পরিবার কী পেল? তার পরিবার কোথায় আছে সেই খবর রাষ্ট্র রাখে? তার পরিবারের নিরাপত্তার জন্য রাষ্ট্রের কোনো চিন্তা আছে?
বিচারপতি মো. নূরুজ্জামান আরও বলেন, স্বাধীনতা বিপক্ষের শক্তি কেউটা সাপ, কাউকে মুক্তি দেবে না, কাউকে রেহাই দেবে না। এক সময় আসবে তারা আঘাত করবে। তারা নীরবে প্রস্তুতি নিচ্ছে আঘাত করার জন্য। আমাদের উচিত হবে মাহবুবে আলমের পরিবারকে নিরাপত্তা দেওয়া। শুধু তাই নয়, যারা যুদ্ধাপরাধীদের বিচার করেছেন তাদের পরিবার, তাদের বংশ, তাদের সকলের নিরাপত্তার ব্যবস্থা করা। তা না হলে একদিন আসবে, যারা বিচার করেছে তাদের পরিবার হা হা করবে।
এ সময় আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি এম. ইনায়েতুর রহীম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সিনিয়র আইনজীবী কে এম সাইফুদ্দিন, প্রবীর নিয়োগী এবং ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট আবদুল আলীম মিয়া জুয়েল।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারের বাণী আজ আর নিভৃতে কাঁদে না। বিচারালয়ে আজ সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। মাহবুবে আলমের মাধ্যমে আমাদের বিচারাঙ্গন সমৃদ্ধ হয়েছে, উপকৃত হয়েছে। তাই জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে আমরা স্মরণ করব শ্রদ্ধাভরে। বহু আলোচিত মামলা নিষ্পত্তিতে তার অবদান কখনোই মুছে যাবে না ইতিহাসের পাতা থেকে।
সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণ সভায় বুধবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মাহবুবে আলম অ্যান্ড অ্যাসোসিয়েট সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি বলেন, মাহবুবে আলম খুবই পরিশ্রমী ছিলেন। যে আলোর দীপ শিখা আমাদের দান করে গেছেন, তা যুগ যুগ পর্যন্ত বয়ে নিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। আসুন আমরা তাঁর স্মৃতি আজীবন ধরে রাখি। তাঁকে সব সময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। বিচার বিভাগের ইতিহাসে এবং আইনজীবীদের একজন হয়ে মাহবুবে আলম আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।
সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, প্রয়াত অ্যাটর্নি মাহবুবে আলম সরকারের প্রত্যেকটা কাজ শতভাগ মনোযোগ দিয়ে করেছেন। আমার সময়ে কোর্ট উত্তাল ছিল। সব গুরুত্বপূর্ণ মামলা আমার সময়ে হয়েছে। সেই সময় মাহবুবে আলম ছিলেন অ্যাটর্নি জেনারেল। এখন অবসরে গিয়ে ঝামেলামুক্ত হয়েছি।
আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান মাহবুবে আলমের নামে ফাউন্ডেশন করার দাবি তোলেন। তিনি বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তির কথা বলে অনেকে আঁতুড় ঘর থেকে রাজপ্রাসাদ গড়েছেন। আর মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে জীবন বাজী রেখে যুদ্ধ করে মাহবুবে আলম কি বিনিময় নিয়েছেন? আজকে জাতির কাছে প্রশ্ন মাহবুবে আলমের পরিবার কী পেল? তার পরিবার কোথায় আছে সেই খবর রাষ্ট্র রাখে? তার পরিবারের নিরাপত্তার জন্য রাষ্ট্রের কোনো চিন্তা আছে?
বিচারপতি মো. নূরুজ্জামান আরও বলেন, স্বাধীনতা বিপক্ষের শক্তি কেউটা সাপ, কাউকে মুক্তি দেবে না, কাউকে রেহাই দেবে না। এক সময় আসবে তারা আঘাত করবে। তারা নীরবে প্রস্তুতি নিচ্ছে আঘাত করার জন্য। আমাদের উচিত হবে মাহবুবে আলমের পরিবারকে নিরাপত্তা দেওয়া। শুধু তাই নয়, যারা যুদ্ধাপরাধীদের বিচার করেছেন তাদের পরিবার, তাদের বংশ, তাদের সকলের নিরাপত্তার ব্যবস্থা করা। তা না হলে একদিন আসবে, যারা বিচার করেছে তাদের পরিবার হা হা করবে।
এ সময় আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি এম. ইনায়েতুর রহীম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সিনিয়র আইনজীবী কে এম সাইফুদ্দিন, প্রবীর নিয়োগী এবং ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট আবদুল আলীম মিয়া জুয়েল।
রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে হামলার ঘটনায় এবার একটি স্থানীয় দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদককে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই সাংবাদিককে তার নিজ বাড়ি রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ
২৯ মিনিট আগেরাজধানীতে ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকাগুলোতে আজ রোববার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি সামাল দিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
৩৩ মিনিট আগেআন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের রায়গঞ্জে কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রবীণ পত্রিকা বিক্রেতা শহিদুল ইসলাম। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। সমাজের সহৃদয় মানুষ ও সরকারের সহযোগিতা চান তিনি। জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম প্রায় ৪০ বছর ধরে পত্রিকা...
১ ঘণ্টা আগে