ফাইনালকে সম্পূর্ণ ভিন্ন মঞ্চ মনে করছেন গার্দিওলা
ইস্তাম্বুলে ম্যানচেস্টার সিটির সমর্থক একেবারে কম নেই। প্রায় ২ হাজার ৭০০ কিলোমিটার পথ উড়াল দিয়ে যদি শহরটির রেস্তোরাঁয় বসে কোনো সিটিজেন ভক্ত দেখেন, তাঁকে খাবার পরিবেশনকারী কর্মীটির গায়ে আকাশি-নীল জার্সি—এর চেয়ে বেশি আনন্দ তাঁর আর কিসে হতে পারে! হয়তো কর্মীটিকে তিনি দুই টাকা বেশি বকশিশ দিয়ে বলবেন, ‘আজ স