রিয়াল মাদ্রিদে এসে যেন অনেকের চক্ষুশূলে পরিণত হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। বর্ণবাদী মন্তব্যের পাশাপাশি নানারকম অপমানও সহ্য করতে হচ্ছে তাঁকে। ব্রাজিলের এই স্ট্রাইকারকে অপমানের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বছরের জানুয়ারির ঘটনা। ২৬ জানুয়ারি কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। ম্যাচের দিন সকালে মাদ্রিদের এক হাইওয়েতে ভিনিসিয়ুসের ঝুলন্ত মূর্তি দেখা যায়। মূর্তির পেছনে ব্যানারে লেখা ছিল, ‘রিয়ালকে ঘৃণা করে মাদ্রিদ।’ তদন্ত করে এই ঘটনায় চার জনকে গ্রেপ্তারের কথা আজ নিশ্চিত করেছে স্প্যানিশ পুলিশ। এক অফিসিয়াল বিবৃতিতে লা লিগা বলেছে, ‘ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি ঘৃণা ও ভীতি ছড়ানোর তীব্র নিন্দা করছে লা লিগা। অতীতের মতো এবারও নিরাপত্তাবাহিনী দিয়ে তদন্ত করে দেখবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির চেষ্টা করবে।’
তার আগে গত রাতে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ভিনি। গত এক বছরে তিনি কীভাবে বর্ণবাদের শিকার হলেন তাঁর প্রামাণ্যচিত্র তুলে ধরেছেন এই ভিডিওতে। দর্শকদের স্লেজিং তো রয়েছেই। তাঁকে উদ্দেশ্য করে মাঠ থেকে ছোঁড়া হচ্ছে কলা। কৃষ্ণাঙ্গ বাঁদড়-এসব বলেও কটুক্তি করা হয়েছে। এমনকি তাঁর মৃত্যু কামনা করে গ্যালারি থেকে স্লোগান দেওয়া হয়েছে। তাঁকে নিয়ে ব্যঙ্গচিক্রও দেখা গেছে মাদ্রিদের রাস্তায়। আর সর্বশেষ ঘটনা গত পরশু মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে বর্ণবাদী আক্রমণের। এক দর্শক ভিনিসিয়ুসের উদ্দেশে কিছু বলার পর দর্শকের দিকে তেড়ে পাল্টা জবাব দেন ভিনি। দীর্ঘ সময় খেলা বন্ধ রাখা হয়। সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করার পাশাপাশি ভিনি বলেন, ‘হোমের বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেই দেখা যায় অপ্রীতিকর চমক। এই মৌসুমে এমন ঘটনা অনেক ঘটেছে। মৃত্যু কামনা, কুশপুত্তলিকা বানানো…. . তবে সবসময় তা বলা হয় ‘বিচ্ছিন্ন ঘটনা’। না এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো নিয়মিত ঘটনা এবং স্পেনের বিভিন্ন শহরে এটা হয়ে আসছে (এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও)। ভিডিওতে প্রমাণ সহ আছে। এমন আমি জিজ্ঞেস করব: কয়জন বর্ণবাদীর নাম এবং ছবি ওয়েবসাইটে এসেছে। এর সহজ উত্তর: শূন্য। এমন দুঃখজনক গল্পের কথা কাউকেই বলতে শুনিনি। অথবা সেই ভুয়া লোকদেরও ক্ষমা চাইতে হয়নি।’
রিয়াল মাদ্রিদে এসে যেন অনেকের চক্ষুশূলে পরিণত হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। বর্ণবাদী মন্তব্যের পাশাপাশি নানারকম অপমানও সহ্য করতে হচ্ছে তাঁকে। ব্রাজিলের এই স্ট্রাইকারকে অপমানের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বছরের জানুয়ারির ঘটনা। ২৬ জানুয়ারি কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। ম্যাচের দিন সকালে মাদ্রিদের এক হাইওয়েতে ভিনিসিয়ুসের ঝুলন্ত মূর্তি দেখা যায়। মূর্তির পেছনে ব্যানারে লেখা ছিল, ‘রিয়ালকে ঘৃণা করে মাদ্রিদ।’ তদন্ত করে এই ঘটনায় চার জনকে গ্রেপ্তারের কথা আজ নিশ্চিত করেছে স্প্যানিশ পুলিশ। এক অফিসিয়াল বিবৃতিতে লা লিগা বলেছে, ‘ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি ঘৃণা ও ভীতি ছড়ানোর তীব্র নিন্দা করছে লা লিগা। অতীতের মতো এবারও নিরাপত্তাবাহিনী দিয়ে তদন্ত করে দেখবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির চেষ্টা করবে।’
তার আগে গত রাতে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ভিনি। গত এক বছরে তিনি কীভাবে বর্ণবাদের শিকার হলেন তাঁর প্রামাণ্যচিত্র তুলে ধরেছেন এই ভিডিওতে। দর্শকদের স্লেজিং তো রয়েছেই। তাঁকে উদ্দেশ্য করে মাঠ থেকে ছোঁড়া হচ্ছে কলা। কৃষ্ণাঙ্গ বাঁদড়-এসব বলেও কটুক্তি করা হয়েছে। এমনকি তাঁর মৃত্যু কামনা করে গ্যালারি থেকে স্লোগান দেওয়া হয়েছে। তাঁকে নিয়ে ব্যঙ্গচিক্রও দেখা গেছে মাদ্রিদের রাস্তায়। আর সর্বশেষ ঘটনা গত পরশু মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে বর্ণবাদী আক্রমণের। এক দর্শক ভিনিসিয়ুসের উদ্দেশে কিছু বলার পর দর্শকের দিকে তেড়ে পাল্টা জবাব দেন ভিনি। দীর্ঘ সময় খেলা বন্ধ রাখা হয়। সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করার পাশাপাশি ভিনি বলেন, ‘হোমের বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেই দেখা যায় অপ্রীতিকর চমক। এই মৌসুমে এমন ঘটনা অনেক ঘটেছে। মৃত্যু কামনা, কুশপুত্তলিকা বানানো…. . তবে সবসময় তা বলা হয় ‘বিচ্ছিন্ন ঘটনা’। না এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো নিয়মিত ঘটনা এবং স্পেনের বিভিন্ন শহরে এটা হয়ে আসছে (এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও)। ভিডিওতে প্রমাণ সহ আছে। এমন আমি জিজ্ঞেস করব: কয়জন বর্ণবাদীর নাম এবং ছবি ওয়েবসাইটে এসেছে। এর সহজ উত্তর: শূন্য। এমন দুঃখজনক গল্পের কথা কাউকেই বলতে শুনিনি। অথবা সেই ভুয়া লোকদেরও ক্ষমা চাইতে হয়নি।’
বড় বড় দলের বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এখন হরহামেশা জেতে আফগানিস্তান। এই তো কদিন আগে আরব আমিরাতে শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকেও হারিয়েছেন রশিদ-নবিরা। সে হিসেবে হংকং তাঁদের কাছে ছোট এক প্রতিপক্ষই। ‘ছোট’ এই প্রতিপক্ষকে এশিয়া কাপের প্রথম ম্যাচে ৯৪ রানে...
৯ ঘণ্টা আগেগণবিক্ষোভে নেপাল এখন উত্তাল। টানা দুই দিনের দুর্নীতিবিরোধী সহিংস প্রাণঘাতী বিক্ষোভের পর নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দলের ঢাকায় ফেরার কথা ছিল কাল। প্রথম ম্যাচ খেললেও রাজনৈতিক অস্থিরতায় বাতিল করতে হয় দ্বিতীয়
১১ ঘণ্টা আগেবড় বড় দলগুলোর বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এখন হরহামেশাই জিতে আফগানিস্তান। এই তো কদিন আগে আরব আমিরাতে শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকেও হারিয়েছে রশিদ খান-মোহাম্মদ নবিরা। সে হিসেবে হংকং তাদের কাছে ছোট এক প্রতিপক্ষই। ‘ছোট’ এই প্রতিপক্ষকে জয়ের জন্য বড় লক্ষ্যই দিয়েছে আফগানরা।
১১ ঘণ্টা আগেকাঠমান্ডুতে উৎকণ্ঠা নিয়ে সময় পার করছে বাংলাদেশ ফুটবল দল। আজ দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় হোটেল থেকে বিমানবন্দরেই যেতে পারেননি জামাল-তপুরা। ফ্লাইটও বাতিল করা হয়।
১৪ ঘণ্টা আগে