পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির সামনে এবার রয়েছে ট্রেবল জয়ের হাতছানি। ট্রেবল জয়ের দ্বিতীয় ধাপে ম্যান সিটি আজ ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। তবু ম্যান সিটি কোচ গার্দিওলা এগিয়ে রাখছেন এরিক টেন হাগের ইউনাইটেডকে।
গত বছরের জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব পেয়েছেন টেন হাগ। দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে যাওয়া এক ইউনাইটেডকে দেখা যাচ্ছে। ২০২২-২৩ মৌসুমের কারাবাও কাপ জিতেছে রেড ডেভিলরা, যা ক্লাবটির গত ছয় বছরে প্রথম মেজর শিরোপা। আর এবারের প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার তিনে থেকে শেষ করেছে ইউনাইটেড। এবার চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারা দলটি আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে টেন হাগের অধীনেই। ইউনাইটেড কোচকে প্রশংসায় ভাসিয়ে গতকাল সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘প্রিমিয়ার লিগের প্রথম মৌসুম আসলে সহজ কিছু না। আমি নিজেকে চিনি। ভালো কোচের সংজ্ঞা তাই আমার জানা। আমার মতে, ম্যান ইউ ব্যতিক্রমী এক কোচ পেয়েছে।’
আর্লিং হালান্ড, মারকাস রাশফোর্ড—দুই দলের দুই স্ট্রাইকার চলতি মৌসুমে আছেন দারুণ ছন্দে। হালান্ড এবারের মৌসুমে করেছেন ৫২ গোল। আর ৩০ গোল করেছেন রাশফোর্ড। এ ছাড়া ব্রুনো ফার্নান্দেজ করেছেন ১৩ গোল, কাসেমিরো করেছেন ৭ গোল। একই সঙ্গে কাসেমিরো ৬ গোলে অ্যাসিস্ট করেছেন। আন্তর্জাতিক ফুটবলের মতো ক্লাব ফুটবলেও ব্রাজিলিয়ান এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দারুণ খেলছেন। গার্দিওলার মতে, শুধু ফাইনাল জেতা নিয়েই ভাবা উচিত তাদের। ম্যান সিটি কোচ বলেন, ‘এটা এফএ কাপের ফাইনাল। এটা ফাইনাল ছাড়া আর কিছুই না। এটা ভালো হবে যদি আমরা শুধু ম্যাচ কীভাবে জিততে হবে তা নিয়ে ভাবি। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়ে বিশ্লেষণ না করলেও চলবে। আর গত পাঁচ, ছয় মাসে ইউনাইটেড বদলে যাওয়া এক দল। এখন মনে হচ্ছে মৌসুমের শুরু থেকেই তারা ভিন্ন এবং তাদের উন্নতি হয়েছে। এটা ইউনাইটেড। গুণসম্পন্ন খেলোয়াড় এখানে সব সময় থাকেই।’
পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির সামনে এবার রয়েছে ট্রেবল জয়ের হাতছানি। ট্রেবল জয়ের দ্বিতীয় ধাপে ম্যান সিটি আজ ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। তবু ম্যান সিটি কোচ গার্দিওলা এগিয়ে রাখছেন এরিক টেন হাগের ইউনাইটেডকে।
গত বছরের জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব পেয়েছেন টেন হাগ। দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে যাওয়া এক ইউনাইটেডকে দেখা যাচ্ছে। ২০২২-২৩ মৌসুমের কারাবাও কাপ জিতেছে রেড ডেভিলরা, যা ক্লাবটির গত ছয় বছরে প্রথম মেজর শিরোপা। আর এবারের প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার তিনে থেকে শেষ করেছে ইউনাইটেড। এবার চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারা দলটি আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে টেন হাগের অধীনেই। ইউনাইটেড কোচকে প্রশংসায় ভাসিয়ে গতকাল সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘প্রিমিয়ার লিগের প্রথম মৌসুম আসলে সহজ কিছু না। আমি নিজেকে চিনি। ভালো কোচের সংজ্ঞা তাই আমার জানা। আমার মতে, ম্যান ইউ ব্যতিক্রমী এক কোচ পেয়েছে।’
আর্লিং হালান্ড, মারকাস রাশফোর্ড—দুই দলের দুই স্ট্রাইকার চলতি মৌসুমে আছেন দারুণ ছন্দে। হালান্ড এবারের মৌসুমে করেছেন ৫২ গোল। আর ৩০ গোল করেছেন রাশফোর্ড। এ ছাড়া ব্রুনো ফার্নান্দেজ করেছেন ১৩ গোল, কাসেমিরো করেছেন ৭ গোল। একই সঙ্গে কাসেমিরো ৬ গোলে অ্যাসিস্ট করেছেন। আন্তর্জাতিক ফুটবলের মতো ক্লাব ফুটবলেও ব্রাজিলিয়ান এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দারুণ খেলছেন। গার্দিওলার মতে, শুধু ফাইনাল জেতা নিয়েই ভাবা উচিত তাদের। ম্যান সিটি কোচ বলেন, ‘এটা এফএ কাপের ফাইনাল। এটা ফাইনাল ছাড়া আর কিছুই না। এটা ভালো হবে যদি আমরা শুধু ম্যাচ কীভাবে জিততে হবে তা নিয়ে ভাবি। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়ে বিশ্লেষণ না করলেও চলবে। আর গত পাঁচ, ছয় মাসে ইউনাইটেড বদলে যাওয়া এক দল। এখন মনে হচ্ছে মৌসুমের শুরু থেকেই তারা ভিন্ন এবং তাদের উন্নতি হয়েছে। এটা ইউনাইটেড। গুণসম্পন্ন খেলোয়াড় এখানে সব সময় থাকেই।’
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
১০ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
১২ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১৬ ঘণ্টা আগে