নারকেলের ভাজা পুলি পিঠা
৫০০ গ্রাম চালের গুঁড়ো, ১৫০ গ্রাম আটা ফুটন্ত পানিতে ভালো করে সেদ্ধ করে নিন। তারপর পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে মেখে নরম কাই তৈরি করে কিছুক্ষণের জন্য রেখে দিন। এবার নারকেলের পুর তৈরি করে নিন। চুলায় মিডিয়াম আঁচে পাত্রে কোরানো নারকেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আখের গুড়, ৩টি এলাচি, ২টি তেজপাতা যোগ করে