জামাই পিঠায় চলে সংসার
‘তাপা চিলার স্বাদের পিঠা, খাইলে নাগে মিঠা মিঠা, এত সুন্দর করি ভাঁজে পিঠা খাইলে নাগে মিঠা মিঠা, আই সুন্দর জামাই গো’—হাতে মাইক নিয়ে এভাবে ফেরি করে বিভিন্ন এলাকায় ‘জামাই পিঠা’ বিক্রি করেন সাইফুজ্জামান। তাঁর পিঠা খেতে সুস্বাদু বলে জানান ক্রেতারা।