রাঙামাটিতে চলছে জুম পণ্যের প্রদর্শনী
পার্বত্য চট্টগ্রামে চাষাবাদের একমাত্র পদ্ধতি হলো জুম। জুমের ফসল সংগ্রহ প্রায় শেষ পর্যায়ে। জুমে উৎপাদিত পণ্য নিয়ে রাঙামাটিতে চলছে প্রদর্শনী। প্রদর্শনীতে স্থান পেয়েছে জুমে উৎপাদিত শত প্রকারের সবজি, তেলবীজ, তুলা, চাল, মসলা জাতীয় জুম পণ্য।