Ajker Patrika

রাঙামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফের দুটি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ২৩: ০০
রাঙামাটির পাগলিছড়ি এলাকায় পাহাড়েরর চূড়ায় ইউপিডিএফের প্রশিক্ষণ মাঠ। ছবি: আইএসপিআর
রাঙামাটির পাগলিছড়ি এলাকায় পাহাড়েরর চূড়ায় ইউপিডিএফের প্রশিক্ষণ মাঠ। ছবি: আইএসপিআর

পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে রাঙামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফের (মূল) দুটি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পাওয়া গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এই অভিযানের সময় পাগলিছড়ি ও যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় পরিত্যক্ত অবস্থায় ক্যাম্প দুটি চিহ্নিত হয়। পাগলিছড়ি এলাকায় অবস্থিত ক্যাম্পটিতে প্রশিক্ষণ মাঠ, পর্যবেক্ষণ চৌকি, চলাচলের রাস্তা এবং সন্ত্রাসীদের থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা ছিল।

যমচুক এলাকায় পাওয়া আরেকটি ক্যাম্পে সন্ত্রাসীদের প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য খননকৃত বাঙ্কার এবং বসবাসের জন্য উন্নত স্থাপনার অস্তিত্ব দেখা গেছে।

রাঙামাটির যমচুক এলাকায় পাহাড়েরর চূড়ায় ইউপিডিএফের খননকৃত বাঙ্কার। ছবি: আইএসপিআর
রাঙামাটির যমচুক এলাকায় পাহাড়েরর চূড়ায় ইউপিডিএফের খননকৃত বাঙ্কার। ছবি: আইএসপিআর

বিশেষ এই অভিযানের ফলে ইউপিডিএফ সন্ত্রাসীরা ক্যাম্প দুটি ত্যাগ করে পালিয়ে গেছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

রাঙামাটির যমচুক এলাকায় পাহাড়েরর চূড়ায় ইউপিডিএফের পরিত্যাক্ত বাসস্থান।  ছবি: আইএসপিআর
রাঙামাটির যমচুক এলাকায় পাহাড়েরর চূড়ায় ইউপিডিএফের পরিত্যাক্ত বাসস্থান। ছবি: আইএসপিআর

সেনাবাহিনীর সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

রাঙামাটির যমচুক এলাকায় পাহাড়েরর চূড়ায় ইউপিডিএফের পরিত্যাক্ত রান্নাঘর।  ছবি: আইএসপিআর
রাঙামাটির যমচুক এলাকায় পাহাড়েরর চূড়ায় ইউপিডিএফের পরিত্যাক্ত রান্নাঘর। ছবি: আইএসপিআর

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত