Ajker Patrika

মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন ৬ হাজার পাহাড়ি, জেএসএসের দাবি

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৭: ২১
মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন ৬ হাজার পাহাড়ি, জেএসএসের দাবি

২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামে ৬ হাজারের বেশি ‘জুম্ম’ মানুষের (পাহাড়ি) মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।

আজ বুধবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামের নাজুক সামগ্রিক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি; বরং আরও অবনতি ঘটেছে। বছরটিতে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ, সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী এবং ভূমিদস্যুদের দ্বারা ২০০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬ হাজার ৫৫ জন জুম্ম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। এতে ২১ জনকে হত্যা এবং ১১৯টি ঘরবাড়ি ও দোকানে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এ ছাড়া বহিরাগত কোম্পানি, প্রভাবশালী ব্যক্তি ও সেটেলার কর্তৃক ২ হাজার ৩১৪ একর ভূমি বেদখল হয়েছে।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হতে না হতেই এ নৃশংস সাম্প্রদায়িক হামলা সংঘটিত হয়। অতীতের সাম্প্রদায়িক হামলাগুলোর মতো এবারের হামলায় জড়িত ব্যক্তিদের কাউকে আইনের আওতায় আনা হয়নি এবং ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত