প্রাণের মেলায় প্রাক্তনেরা
বছরের হিসেবে পেরিয়ে গেছে ২৫ বছর। দীর্ঘদিন পর প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে সহপাঠীদের পেয়ে উৎসবে মেতে ওঠেন সবাই। গান, আবৃত্তি, গল্প, আড্ডা আর স্মৃতিচারণে প্রাক্তন শিক্ষার্থীরা হারিয়ে যান পঁচিশ বছর আগের আনন্দ-উচ্ছল দিনগুলোতে। ‘এসো মিলি প্রাণের ক্যাম্পাসে, স্বপ্ন রঙিন দিনগুলো যেখায় ভাসে’ স্লোগানে গতকাল শনিব