প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি)
খাগড়াছড়ি জেলার পানছড়ির দুর্গম মরাটিলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।
নিহতের নাম খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৮)। তিনি ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের মরাটিলা এলাকার কমান্ডার ছিলেন। তিনি পদ্মিনীপাড়ার অলিন মোহন ত্রিপুরার ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার দুর্গম মরাটিলা এলাকায় উপজাতীয় আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
নিহতের ভাই বিলাল ত্রিপুরা জানান, খল কুমার ত্রিপুরা একসময় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সদস্য ছিলেন। সেখান থেকে খল কুমার স্বাভাবিক জীবনে ফিরে এসে জুমচাষ ও কলার ব্যবসা শুরু করেন। তাঁর দুটি ছেলেসন্তান আছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা এক সংবাদ বিবৃতিতে বলেছেন, মরাটিলায় শাসকগোষ্ঠীর একটি বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক খল কুমার ত্রিপুরা ওরফে সাগর নামের ইউপিডিএফের এক সাবেক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, উপজাতীয় আঞ্চলিক দলগুলোর আধিপত্য বিস্তার নিয়েই এ ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহালের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।’
খাগড়াছড়ি জেলার পানছড়ির দুর্গম মরাটিলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।
নিহতের নাম খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৮)। তিনি ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের মরাটিলা এলাকার কমান্ডার ছিলেন। তিনি পদ্মিনীপাড়ার অলিন মোহন ত্রিপুরার ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার দুর্গম মরাটিলা এলাকায় উপজাতীয় আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
নিহতের ভাই বিলাল ত্রিপুরা জানান, খল কুমার ত্রিপুরা একসময় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সদস্য ছিলেন। সেখান থেকে খল কুমার স্বাভাবিক জীবনে ফিরে এসে জুমচাষ ও কলার ব্যবসা শুরু করেন। তাঁর দুটি ছেলেসন্তান আছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা এক সংবাদ বিবৃতিতে বলেছেন, মরাটিলায় শাসকগোষ্ঠীর একটি বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক খল কুমার ত্রিপুরা ওরফে সাগর নামের ইউপিডিএফের এক সাবেক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, উপজাতীয় আঞ্চলিক দলগুলোর আধিপত্য বিস্তার নিয়েই এ ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহালের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১০ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১২ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৩ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫