Ajker Patrika

খাগড়াছড়িতে ইউপিডিএফের কর্মীকে গুলি করে হত্যা

প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি)
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪: ২৯
খাগড়াছড়িতে ইউপিডিএফের কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি জেলার পানছড়ির দুর্গম মরাটিলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।

নিহতের নাম খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৮)। তিনি ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের মরাটিলা এলাকার কমান্ডার ছিলেন। তিনি পদ্মিনীপাড়ার অলিন মোহন ত্রিপুরার ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার দুর্গম মরাটিলা এলাকায় উপজাতীয় আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

নিহতের ভাই বিলাল ত্রিপুরা জানান, খল কুমার ত্রিপুরা একসময় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সদস্য ছিলেন। সেখান থেকে খল কুমার স্বাভাবিক জীবনে ফিরে এসে জুমচাষ ও কলার ব্যবসা শুরু করেন। তাঁর দুটি ছেলেসন্তান আছে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা এক সংবাদ বিবৃতিতে বলেছেন, মরাটিলায় শাসকগোষ্ঠীর একটি বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক খল কুমার ত্রিপুরা ওরফে সাগর নামের ইউপিডিএফের এক সাবেক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, উপজাতীয় আঞ্চলিক দলগুলোর আধিপত্য বিস্তার নিয়েই এ ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহালের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সহকর্মীদের গালি দিয়ে শাস্তি পেলেন এসপি হাসান নাহিদ

স্কাউটসের অনুষ্ঠানে ‘জয় বাংলা বাংলার জয়’ গান, বেরিয়ে গেলেন ক্ষুব্ধ অতিথিরা

চোখের পাতার কাঁপুনি: কারণ, সতর্কতা ও করণীয়

‘মরতে পারতাম, আল্লাহ বাঁচিয়েছেন’— ছিনতাইয়ের শিকার শিক্ষিকার কণ্ঠে গা শিউরানো গল্প

সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীকে খুঁজছে পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত