Ajker Patrika

প্রাণের মেলায় প্রাক্তনেরা

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭: ০৬
Thumbnail image

বছরের হিসেবে পেরিয়ে গেছে ২৫ বছর। দীর্ঘদিন পর প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে সহপাঠীদের পেয়ে উৎসবে মেতে ওঠেন সবাই। গান, আবৃত্তি, গল্প, আড্ডা আর স্মৃতিচারণে প্রাক্তন শিক্ষার্থীরা হারিয়ে যান পঁচিশ বছর আগের আনন্দ-উচ্ছল দিনগুলোতে। ‘এসো মিলি প্রাণের ক্যাম্পাসে, স্বপ্ন রঙিন দিনগুলো যেখায় ভাসে’ স্লোগানে গতকাল শনিবার খাগড়াছড়ির পানছড়ি বাজার উচ্চবিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দেখা যায়, বিদ্যালয় মাঠে সাজানো প্যান্ডেল। মঞ্চে অনুষ্ঠানের সঞ্চালনা করছেন প্রাক্তন ছাত্র মোবারক হোসেন। তিনি এখন ব্যবসায়ী। অপর উপস্থাপিকা প্রাক্তন ছাত্রী ডলি রাণী সাহা পেশায় শিক্ষিকা। ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে বিদ্যালয়ে এসেছিলেন প্রাক্তনেরা। সপরিবারে তাঁরা প্রাণের ক্যাম্পাসে মিলিত হন। শিক্ষিকা সবিতা চাকমা আপ্লুত হয়ে প্রাক্তন ছাত্রীদের জড়িয়ে ধরেন। শিক্ষকেরাও তাঁদের প্রাক্তন ছাত্রদের মমতায় জড়িয়ে রাখেন।

বিদ্যালয়ের লোকান্তরিত শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান। এতে প্রধান শিক্ষক অলি আহাম্মদের হাতে’ ৯৬ ব্যাচের পক্ষ থেকে বিদ্যালয়কে একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়। অধিবেশনের সভাপতিত্ব করেন মো. ইউসুফ আলী।

কথা হয় জাহাঙ্গীর আলম, সবুজ ত্রিপুরা, কামরুল হাসান, আলপনা দে, শাহানা আক্তার, মাহবুবা সুলতানাসহ কয়েকজনের সঙ্গে। তাঁরা জানান, বর্তমানে সবাই সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যাংকার, শিক্ষক, ব্যবসায়ী, গৃহিণী পেশায় আছেন। পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত সময় পার করে তাঁরা কিশোর সময়টার কথা ভুলতে বসেছে। অনেক দিন পর সহপাঠীদের কাছে পেয়ে অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত