Ajker Patrika

বিএনপির সাংগঠনিক সভা

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫: ১৭
বিএনপির সাংগঠনিক সভা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ৩০ ডিসেম্বর জেলা সমাবেশ সফল করতে এই সাংগঠনিক সভা করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এন আবছার। অন্যদের মধ্যে জেলা উপস্থিত ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বেদারুল ইসলাম, সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবুল, পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানোর দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ সফল করতে ও দলকে গতিশীল করার লক্ষে এই সাংগঠনিক সভা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত