‘হ্যাটট্রিক করা আমার কল্পনাতেও ছিল না’
বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক, তাও আবার নকআউট ম্যাচে-এ যেন স্বপ্নের চেয়েও বড় কিছু। গনসালো রামোসের ক্ষেত্রেও ঘটনাটা ঠিক তেমনই। গতকাল লুসাইলে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন। ম্যাচ শেষে রামোস জানিয়েছেন, এই হ্যাটট্রিক করা তার কল্পনাতেও ছিল না।