রসায়ন প্রথম পত্র: সমীকরণ সঠিক করতে হবে
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভেচ্ছা রইল। রসায়ন বিষয়ে মিশ্রিত টাইপের পড়া বেশি। এখানে থাকে প্রতীক, সংকেত, সমীকরণ, অঙ্ক, ব্যাখ্যা ইত্যাদি। অঙ্ক সঠিক করতে হলে সমীকরণ সঠিক করতে হবে। কারণ, অঙ্ক করতে সমীকরণ প্রয়োজন। রসায়ন বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হলো।