ভারী বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকা
ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। গতকাল শনিবার রাতভর বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকার সড়ক হাঁটু পর্যন্ত পানিতে ডুবে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া সাধারণ মানুষ। সবচেয়ে দুর্ভোগ হয়েছে এইচএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের।