কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজারে ৫২৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। তাঁদের মধ্যে ছেলে রয়েছে ৭৪ হাজার ৯৮১ জন ও মেয়ে ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন। এতে ৩০ হাজার ৫৬৫ জন বেশি মেয়ে পরীক্ষায় অংশ নিয়েছে।
নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমিল্লা বোর্ডে অন্তর্ভুক্ত। এই ৬ জেলার ১ হাজার ৭৮৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২৭৩টি কেন্দ্রে অংশ নিচ্ছে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আসাদুজ্জামান বলেন, ‘এবার এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছেলে রয়েছে ৭৪ হাজার ৯৮১ জন ও মেয়ে ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন। ৩০ হাজার ৫৬৫ জন বেশি মেয়ে পরীক্ষার্থী বেশি।’
কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজারে ৫২৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সংখ্যা কুমিল্লা জেলায়, ৬২ হাজার ৪৬৯ জন। নোয়াখালীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৮৫৫ জন, ফেনীতে জেলায় ১৭ হাজার ২৯৮ জন, লক্ষ্মীপুরে ১৬ হাজার ২৯২ জন, চাঁদপুরে ২৭ হাজার ৪৬৩ জন ও ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ হাজার ১৫০ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় প্রায় সমান সংখ্যক পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছে। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৭৩৭ জন, মানবিক বিভাগে ৬০ হাজার ২৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৯ হাজার ৪৯৭ জন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. নিজামুল করিম বলেন, ‘সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তায় পরীক্ষার্থীরা নির্বিঘ্ন পরিবেশে যেন পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজারে ৫২৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। তাঁদের মধ্যে ছেলে রয়েছে ৭৪ হাজার ৯৮১ জন ও মেয়ে ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন। এতে ৩০ হাজার ৫৬৫ জন বেশি মেয়ে পরীক্ষায় অংশ নিয়েছে।
নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমিল্লা বোর্ডে অন্তর্ভুক্ত। এই ৬ জেলার ১ হাজার ৭৮৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২৭৩টি কেন্দ্রে অংশ নিচ্ছে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আসাদুজ্জামান বলেন, ‘এবার এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছেলে রয়েছে ৭৪ হাজার ৯৮১ জন ও মেয়ে ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন। ৩০ হাজার ৫৬৫ জন বেশি মেয়ে পরীক্ষার্থী বেশি।’
কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজারে ৫২৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সংখ্যা কুমিল্লা জেলায়, ৬২ হাজার ৪৬৯ জন। নোয়াখালীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৮৫৫ জন, ফেনীতে জেলায় ১৭ হাজার ২৯৮ জন, লক্ষ্মীপুরে ১৬ হাজার ২৯২ জন, চাঁদপুরে ২৭ হাজার ৪৬৩ জন ও ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ হাজার ১৫০ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় প্রায় সমান সংখ্যক পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছে। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৭৩৭ জন, মানবিক বিভাগে ৬০ হাজার ২৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৯ হাজার ৪৯৭ জন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. নিজামুল করিম বলেন, ‘সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তায় পরীক্ষার্থীরা নির্বিঘ্ন পরিবেশে যেন পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
১ ঘণ্টা আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
১ ঘণ্টা আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
১ ঘণ্টা আগেসাবেক ছাত্রলীগের নেতা ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায় এবং তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ
১ ঘণ্টা আগে