Ajker Patrika

কুমিল্লা বোর্ডে ছেলেদের চেয়ে ৩০ হাজার বেশি মেয়ে পরীক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বোর্ডে ছেলেদের চেয়ে ৩০ হাজার বেশি মেয়ে পরীক্ষার্থী

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজারে ৫২৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। তাঁদের মধ্যে ছেলে রয়েছে ৭৪ হাজার ৯৮১ জন ও মেয়ে ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন।  এতে ৩০ হাজার ৫৬৫ জন বেশি মেয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। 

নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমিল্লা বোর্ডে অন্তর্ভুক্ত। এই ৬ জেলার ১ হাজার ৭৮৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২৭৩টি কেন্দ্রে অংশ নিচ্ছে। 

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আসাদুজ্জামান বলেন, ‘এবার এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছেলে রয়েছে ৭৪ হাজার ৯৮১ জন ও মেয়ে ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন।  ৩০ হাজার ৫৬৫ জন বেশি মেয়ে পরীক্ষার্থী বেশি।’ 

কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজারে ৫২৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সংখ্যা কুমিল্লা জেলায়, ৬২ হাজার ৪৬৯ জন। নোয়াখালীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৮৫৫ জন, ফেনীতে জেলায় ১৭ হাজার ২৯৮ জন, লক্ষ্মীপুরে ১৬ হাজার ২৯২ জন, চাঁদপুরে ২৭ হাজার ৪৬৩ জন ও ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ হাজার ১৫০ জন। 

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় প্রায় সমান সংখ্যক পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছে। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৭৩৭ জন, মানবিক বিভাগে ৬০ হাজার ২৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৯ হাজার ৪৯৭ জন। 

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. নিজামুল করিম বলেন, ‘সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তায় পরীক্ষার্থীরা নির্বিঘ্ন পরিবেশে যেন পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত